15-07-2023, 11:45 PM
(15-07-2023, 11:21 PM)Monika Rani Monika Wrote: আমিও অপেক্ষায় আছি
ম্যাডাম, আপনাকে আজকাল কলেজের টিচারের মত ভয় পাই। এই বুঝি এসাইনমেন্ট জমা না দেবার জন্য ক্লাসের সবার সামনে বকা দিবেন
তবে লেখার আপডেট হল, যা লিখতে চাই এই পর্বে তার অর্ধেক লেখা হয়েছে এখন পর্যন্ত। এই মূহুর্তে ঢাকার বাইরে অফিসের কাজে। ঢাকায় ফিরতে ফিরতে কাল রাত হয়ে যাবে। তাই সোমবার রাত বা মংগলবার সকালে লেখা পাবার সম্ভাবনা বেশি। তবে এর মাঝে যদি কোন ভবে সময় বের করতে পারি তাহলে লেখা আগেই পাবেন এইটুকু কথা দিচ্ছি।