14-07-2023, 10:49 AM
(11-07-2023, 01:17 PM)sudipto-ray Wrote: কি করে এত ভালো লেখেন আপনি। লক্ষ্য ঠিক রেখে এগিয়ে চলেছেন বীরদর্পে। কোন জায়গায় মিস করেননি। এবার তো গল্পে থ্রিলারের মজা পাচ্ছি। গল্পের এতগুলো দিক একসাথে সামলানো বেশ মুশকিলের কাজ,যেটা আপনি করছেন। তবে দেখবেন শেষ রক্ষা যেন হয়।
ভালো থাকবেন। বরাবরের মতই রেপু দিয়ে দিলাম।
আমি এই উপন্যাসে বিভিন্ন ধাপে বিভিন্ন ফ্লেভার আনার চেষ্টা করছি। পাঠকের ভাল লাগছে এটা আনন্দের কথা। চেষ্টা করব যেন গল্পের যে জাল ছড়াচ্ছি সেটা যেন ভালভাবে গুটিয়ে আনতে পারি। পড়তে থাকুন।