12-07-2023, 07:24 PM
(12-07-2023, 12:41 PM)কাদের Wrote: নির্জনমেলা সাইটে নীরব কাব্য নামে কেউ একজন কোন ক্রেডিট না দিয়ে আমার লেখা দেদারছে পোস্ট করে যাচ্ছে। খুব বিরক্তিকর একটা ব্যাপার। ঐখানে আমার কোন একাউন্ট নেই এবং ১০০ কমেন্টের ঝামেলা করে একাউন্ট খোলা এই মূহুর্তে আমার পক্ষে সম্ভব না। যারা এই লেখা পড়ছেন এবং যাদের ভাল লাগছে তাদের কার যদি নির্জনমেলা সাইটে একাউন্ট থাকে দয়া করে অঘটনঘটন পটীয়সী থ্রেডে গিয়ে কমেন্ট করে তাকে জিজ্ঞেস করুন অনুমতি ছাড়া কেন লিখছে, এবং সে যেন এটা বন্ধ করে।ভাই তাই বলে লেখা অফ করে দিয়েন না আবার, পুরো সপ্তাহ অপেক্ষায় থাকি কখন আপনার গল্প আসবে ।
এইভাবে আমার লেখা আরেকজন নিজের বলে চালাতে ত থাকলে আসলে লেখার আগ্রহ কমে যায়। এই খানে লিখে এক পয়সা পাওয়া যায় না, প্রচুর সময় ব্যয় হয়। পাওয়ার মধ্যে পাওয়া যায় পাঠকের খানিকটা স্বীকৃতি। সেটাও কেউ চুরি করতে থাকলে আসলে লেখার কোন মানে নেই। আই এম রিয়েলি ফেড আপ অন ক্রেডিট চোর।