11-07-2023, 09:07 AM
(This post was last modified: 11-07-2023, 09:08 AM by nashubaba. Edited 1 time in total. Edited 1 time in total.)
(10-07-2023, 01:17 PM)কাদের Wrote: সুপ্রিয় পাঠকবৃন্দ, আজকে লিখতে লিখতে চেক করে দেখলাম এই পর্ব পর্যন্ত মোট এক লক্ষ পয়তাল্লিশ হাজারের বেশি শব্দ লিখে ফেলেছি আমি আমার এই উপন্যাসে। আমার জন্য এটা একটা বড় অর্জন। হিসাব করলে এই শব্দ সংখ্যায় প্রায় ২৯০ পেজের কাছাকাছি বা তার থেকে বেশি পেজের একটা বই হয়ে যায় অলরেডি। আপনাদের দেওয়া মন্তব্য, লাইক, রেপু এবং পাঠানো মেসেজ গুলো আসলে এই দীর্ঘ লেখায় আমার জ্বালানি হিসেবে কাজ করেছে। তাই আপনাদের ধন্যবাদ।[quote pid='5292562' dateline='1688975273']
এই উপন্যাস যারা নিয়মিত পড়ছেন কিন্তু এখনো মন্তব্য করেন নি, তাদের কাছ থেকে আশা করি এই উপন্যাস নিয়ে মতামত অচিরেই শুনতে পাব এই উপন্যাসের পাতায়। যারা উপন্যাসটি পড়ছেন কিন্তু একাউন্ট না থাকায় কোন মন্তব্য জানাতে পারেন নি, আশা করি তারা কোন একদিন একটা একাউন্ট খুলে তাদের মনের অনুভূতি জানিয়ে দিবেন অধমের এই উপন্যাসে। আর সব শেষে যারা নিয়মিত সাথে থাকছেন তাদের সবার জন্য একটাই কথা, আই লাভ ইউ ম্যান।
এই ছোট্ট জীবনে অনেকের লেখাই পরছি।
কাজী আনোয়ার হোসেন থেকে কবিগুরু। সুনীল থেকে শীর্ষেন্দু।
আর এখন মিস্টার কাদের এর লেখা পরছি।
গ্রেট জব মিস্টার কাদের। চালিয়ে যান।
ভাল থাকবেন। অসংখ্য ধন্যনাদ ও শুভকামনা রইল, আপনার ও আপনার লেখনির জন্য।
এক্সসিপি পরিবারের এডমিন প্যানেলদের ধন্যবাদ, সাইটটিকে অনেক ঝামেলার মাঝেও টিকিয়ে রাখার জন্য।
বিদ্র: এইটা আমার প্রথম কমেন্ট এই সাইটে।
ওয়ান এন্ড অনলি
নসুবাবা
[/quote]