03-07-2023, 02:34 AM
(30-06-2023, 10:49 AM)কাদের Wrote: ঈদের আগে একটা আপডেট দিব কথা দিয়েছিলাম তাই সেটা রাখার চেষ্টা করেছি। গল্পের নুসাইবা পর্বের অংশটুকু লিখতে গিয়ে নরমালি যে সময় লাগার কথা তার থেকে বেশি লেগেছে কারণ পরের পর্ব গুলোতে চরিত্রগুলো কীভাবে আচরণ করবে সেটা নির্ভর করছে এই পর্বে কীভাবে চরিত্রগুলো উপস্থাপন করছি। তাই পরে কি করতে চাই সেটা আগে ভেবে ঠিক করে নিতে হয়েছে। আর পড়ে কেমন লাগল সেটা বিস্তারিত জানাবেন কিন্তু।
তা হলে তো কাদের ভাইয়া এই আপডেট খুব তারাতারি পাবো আশা করতে পারি।।।