29-06-2023, 03:53 PM
প্রত্যেক ক্রিয়ারই সমান ও বিপরীত প্রতিক্রিয়া আছে। নুসাইবা যতো কঠোর হবে, মাহফুজের প্রতিশোধের মাত্রাও তত কঠিন হবে। এক অন্যরকম প্রতিশোধ। ভবিষ্যতে গল্পটিতে মনে হয় কাকওল্ডিং কিছু দৃশ্য থাকবে। এরশাদের মনোভাবে এমনটাই বোঝা যাচ্ছে। এরকমটা হলে ভালোই হয়, গল্পটাতে ভিন্নরকম স্বাদ যুক্ত হবে। আপনার লেখা স্বতন্ত্র বলেই আপনি এত জনপ্রিয়, এই স্বতন্ত্রতা যেন হারিয়ে না যায়, সেদিকে খেয়াল রাখবেন। কারো কথায় কান দেবেন না। আর একটা কথা, সাবরিনাকে একেবারে ভুলে যাবেন না।
ঈদ মোবারক
ঈদ মোবারক