16-06-2023, 11:24 PM
(14-06-2023, 11:44 AM)Wonderkid Wrote: এত বড় আপডেট পড়ে যে তৃপ্তি পাওয়া যায়, পাঁচশ শব্দের ১০০ আপডেট পড়লেও সে তৃপ্তি পাওয়া যায় না। মন জুড়ানো একটা আপডেট পেলাম। আপনার প্রতিটা পর্ব ৩-৪ বার পড়ার লোভ সামলাতে পারিনা,বার বার পড়লেও প্রতিবার পড়ার শেষে হৃদয়ের অন্তঃস্থল থেকে একটা শব্দ ই উচ্চারিত হয় "" চমৎকার ""। একদিনে সর্বোচ্চ ৫ টা রেপু দেওয়া যায়, পাঁচটাই আপনার প্রাপ্য। ধন্যবাদ।
আমিও একটু বড় আপডেট পড়তে পছন্দ করি পাঠক হিসেবে। তাই লেখার সময় এই বিষয়টা খেয়াল রাখার চেষ্টা করি। তবে আমি পর্বের সাইজ কত বড় হবে সেটা নির্ধারণ করি সেই পর্বের ঘটনাপ্রবাহের উপর। আমার একটা রাফ দাড় করানো আছে কোন পর্বে কি কি ঘটনা ঘটবে। সেই ঘটনা গুলো বিশ্বাসযোগ্য ভাবে উপস্থাপনের জন্য যতদূর লিখতে হয় ততটুকু লিখি।
আর রেপু, লাইক এবং মন্তব্য এগুলো আসলে উৎসাহ দেয়। তাই আপনাকে ধন্যবাদ আপনার রেপু আর মন্তব্যের জন্য।