14-06-2023, 11:22 AM
(14-06-2023, 09:58 AM)কাদের Wrote: দীর্ঘ একটি পর্ব। যারা অপেক্ষা করেছেন গতকাল রাতে আশা করি তারা বুঝবেন এই দীর্ঘ পর্ব শেষ করতে সময় বেশি লেগেছে।
এবার লেখক হিসেবে পাঠকের কাছে আমার একটি পর্যবেক্ষণ তুলে ধরব এবং আশা করব পাঠকেরা তাদের সুবিবেচনায় এর সমাধান করবেন। আমার প্রতিটা পর্ব যথেষ্ট দীর্ঘ। চাইলে এই এক পর্ব কে ভেংগে অনায়েসে চার বা পাচ পর্ব করা যায়। এভাবে লিখলে লাইক আর রেপুর সংখ্যা অটমেটিক বৃদ্ধি পায়। তবে আমি এভাবে লিখতে পছন্দ করি না। নিজে পাঠক হিসেবে বড় পর্ব পড়তে পছন্দ করি তাই বেশি করে একসাথে লেখি যাথে পাঠকের চাহিদা মিটে। তাই পাঠকদের কাছে আশা করি তারা সেই কথাটা মাথায় রাখবেন। পাচশ শব্দের এক পর্ব পড়ে ভাল লাগলে আপনি যদি একটা লাইক ও একটা রেপু দেন তবে দশ হাজার শব্দের এক পর্বে একটা লাইক আর একটা রেপু অবিচার হয়ে যায়। আশা করি হাত খুলে লাইক আর রেপু দিবেন যদি পর্ব গুলো ভাল লাগে।
সাথে মন্তব্যে অনুভূতি গুলো তুলে ধরুন। মন্তব্য গুলো লেখক হিসেবে আমার সাথে আপনাদের যোগাযোগের মূখ্য মাধ্যম। ভাল থাকবেন।