09-06-2023, 11:59 PM
(06-06-2023, 02:22 PM)Shuhasini22 Wrote: পরের পার্টের অপেক্ষায় রইলাম
আরেকটা প্রশ্ন রাখলাম বন্ধু গল্পটা কি কখনও শেষ করার কোনো পরিকল্পনা আছে। বন্ধু গল্পটা ৩/৪ বছর ধরে সবার ইমোশন জড়িয়ে আছে।
বন্ধু গল্পটা পরে কখনো শেষ করার ইচ্ছা আছে। এটার সাথে আমারো ইমোশন জড়িত। আমার প্রথম লেখা সেটা। তবে কোন টাইমলাইন দিতে পারছি না। সময় সুযোগ করে সেটা শেষ করব তবে আর অনেক নতুন গল্পের প্লট মাথায়। তাই দেখা যাক এটা শেষ করার পর কি হয়।