05-06-2023, 12:47 PM
(04-06-2023, 01:26 PM)skln123 Wrote: “তুমি এলে, (আপডেট)
অনেকদিনের পরে যেন বৃষ্টি এলো”
আপনার আপডেট জৈষ্ঠ্যের প্রচন্ড খরতাপের পর এক পশলা বৃষ্টি হয়েই আসলো। যদিও আশা করেছিলাম প্রচন্ড বৃষ্টির অনেকটা কুকুর-বিড়াল টাইপের হবে কিন্তু কি আর করা যা পেলাম তাই নিয়েই (আপডেট) সন্তুষ্ট থাকতে হবে।
আগামী আপডেটের জন্য প্রতীক্ষায় রইলাম।
ভাল থাকবেন।
সুন্দর করে বলার জন্য ধন্যবাদ। সব সময় কী আর কুকুর বেড়াল বৃষ্টি হয়? মাঝে মাঝে হালকা বৃষ্টি, গুমোট পরিবেশ সামনের তুমুল বৃষ্টি আর প্রচন্ড ঝড়ের পূর্বাভাস দেয়