01-06-2023, 11:02 PM
(30-05-2023, 01:29 PM)skln123 Wrote: বর্তমান এই অস্থির এবং হতাশাজনক সময়ে আপনার এই গল্পটা যতক্ষণ পড়ি ততক্ষণ এক স্বপ্নের জগতে থাকি, কাজেই আপনার গল্প পড়ে সুন্দর হয়েছে, চমৎকার হয়েছে এসব বিশেষন প্রয়োগ করেও মনের প্রশান্তি পুরোটা বোঝানো যাবে না। তবে আপনারও আমাদের মতো পাঠকদের দিকটা লক্ষ্য রাখা উচিত। দীর্ঘ বিরতি গল্প পড়ার চার্ম নষ্ট করে দেয়। জানি আপনি একজন ব্যস্ত মানুষ, চাকুরি - সংসার জীবন সামলিয়ে আপনাকে সময় বের করে গল্প লিখতে হয়। আর এই ধরনের পানু গল্পের সাইটে গল্প লিখে দেশ বরেণ্য লেখক হওয়া যায়না, অর্থ-বিত্তের অধিকারি হওয়া যায় না সেটাও সত্যি। তবে আপনি আমাদের মতো কিছু মানুষকে তাদের দৈনন্দিন জীবনের একঘেয়েমি কাটিয়ে উঠতে সাহায্য করেন, তাদের ভালোবাসা পাচ্ছেন সেই দিকটাও তো হেলায় হারানো ঠিক হবে না, কি বলেন? অন্তত: সপ্তাহে একটি করেও যদি নতুন আপডেট প্রকাশ করেন তবুও মানা যায়। আশা করি খুব শীঘ্রই নতুন আপডেট পাবো। প্রতিদিন একবার করে এই সাইটে এসে আপনার আপডেট না পেয়ে হতাশ হয়ে ফিরে যেতে হয়, আর আশংকা হয় হয়তো আপনি আর গল্পের আপডেট দিবেন না। যেমন আপনার আরও একটা অসামান্য গল্প ছিলো “বন্ধু” সেই গল্পটিও আপনি শেষ করেন নি। আবার কখনো মনে হয় আপনি হয়তো অসুস্থ্য, তাই লিখছেন না। অবশেষে আপনার সর্বদা সুস্থতা ও মঙ্গল কামনা করছি। অবিরাম চলতে থাকুক আপনার কলম। কারণ আপনি পানু গল্পে কেও একটা শিল্পের পর্যায়ে নিয়ে এসেছেন।
সুন্দর করে আপনার অনুভূতি গুলোর কথা লেখার জন্য ধন্যবাদ। আপনার অনুভূতি গুলো বুঝতে পারছি। পাঠকের ভালবাসা পায়ে ঠেলব এতবড় অধম আমি নই। আমিও চাই নিয়মিত আপডেট দিতে, পাঠকের সাথে যোগাযোগ আরো বাড়াতে। তবে সত্য কথা হল জীবন জীবিকার তাগিদে সময় সব সময় বের করা যায় না। আমি তাই চেষ্টা করি যথেষ্ট বড় আপডেট দিতে। যাতে পাঠকের ফিরা আসাটা স্বার্থক হয়। ভাল থাকবেন।