30-05-2023, 12:59 PM
বর্ত মান এই হতাশা পূর্ণ সময়ে বসে যতক্ষণ আপনার এই গল্প পড়ি, ততক্ষণ এক স্বপ্নের জগতে থাকি। সুতরাং আপনার গল্পকে চমৎকার হয়েছে, অপূর্ব হয়েছে বললেও পুরোটা বলা হয় না। তবে দীর্ঘ বিরতিও কাম্য নয়। আপনি ব্যস্ত মানুষ তবে পাঠকদের দিকটাও লক্ষ রাখবেন আশা করি। আপনার গল্প পড়ার জন্য এই সাইটে একবার করে প্রতিদিন এসে হতাশ হয়ে ফিরে যেতে হয়। আশা করি পরবর্তী আপডেট খুব শীঘ্রই পাবো। অন্তত: নিদেনপক্ষে সপ্তাহে একটা করে আপডেট পেলে গল্পটা পড়ার চার্ম থাকে। আর হ্যা একটা অনুরোধ রাখবেন গল্পটা শেষ পর্যন্ত লেখার। আপনার আরও একটা অসামান্য গল্প ছিলো “বন্ধু” যেটার লেখা শেষ করেন নি। আশংকা হয় এই গল্পটাও যদি শেষ না করেন। সবশেষে আপনার সর্বাঙ্গীন সুস্থ্যতা ও মঙ্গল কামনা করি। অবিরাম চলতে থাকুক আপনার কলম।