15-05-2023, 07:40 PM
(09-05-2023, 09:29 AM)বাউন্ডুলে Wrote: অসাধারণ আপনার লেখনী এত ভাল যে রীতিমত এড্রেনালিন রাশ ফিল করলাম আজকের আপডেট পড়তে গিয়ে। জাস্ট ছোট্ট একটা সমালোচনা করি। সেক্সুয়াল পার্টের ডিসক্রিপশনটা আপনার লেখনীর তুলনায় অনেক তাড়াহুড়ো করে লেখা মনে হলো। যে টেনসনটা ওদের ক্যারেক্টার বিল্ডআপে ফিল করেছি সেক্সে গিয়ে সেটা মিস করলাম। এটা আমার বোঝার ভুলও হতে পারে। সেক্ষেত্রে নিজগুণে মাফ করে দেবেন। নেক্সট এড্রেনালিন রাশের অপেক্ষায় থাকলাম।
পড়ার জন্য ধন্যবাদ। সেক্সুয়াল্য পার্টটা ইচ্ছা করেই একটু দ্রুত শেষ করা হয়েছে, আমার উদ্দ্যেশ ছিল এতদিন ধরে জমে উঠা এট্রাকশন এর কারণে প্রথমবার সেক্সুয়াল এনকাউন্টার দ্রুত পরিণতির দিকে যাবে। এটা বুঝানোর জন্য সেক্স সিন দ্রুত দেখানো হয়েছে। তবে আপনার পয়েন্টটা মাথায় থাকল। পরের অন্য সময় গুলোর জন্য এই পয়েন্ট এর দিকে খেয়াল রাখার চেষ্টা করব।