03-05-2023, 10:36 PM
(02-05-2023, 08:11 PM)কাদের Wrote: ধন্যবাদ। আমার লেখা আপনার চিন্তার প্রকাশ ঘটাচ্ছে শুনে ভাল লাগল, পড়ুন আর কল্পনা করুন গল্পের চরিত্রদের জায়গায় নিজেকে। আর আপডেট গুলো যত ভালভাবে লেখা যায় চেষ্টা করি। আর নতুন আপডেট আসবে পর্ব লেখা শেষ হলেই।
সবাই যেভাবে নিয়মিত আপডেট চাচ্ছে তাতে মাঝে মাঝে ভয় হয়। যদি কোন কারণে কিছুদিন আপডেট বন্ধ থাকে তাহলে কিরকম গালাগালি শোনা লাগে চাকরি, ঢাকার জ্যাম সব মিলিয়ে যতটুকু সময় পাওয়া যায় তাই লেখার কাজে লাগাই। মাঝে মাঝে হয়ত তারপরেও আপডেট আসতে দেরি হবে বা কিছুদিন বন্ধ থাকবে যদি অফিসের কাজে বাইরে যেতে হয় বা অফিসের চাপ বাড়ে। আশা করি তখনো পাঠক হিসেবে ধৈর্য্য ধরবেন।
আপনার গল্পের জন্য ধৈর্য ধরাই যায়। আপনার সেই অসমাপ্ত গল্পের জন্য এখনো ধৈর্য ধরেই আছি, তবুও শেষ করুন।
আপনার জন্য অনেক ভালবাসা।