14-04-2023, 10:07 AM
সেবার আমার বস সুরভীকে মিথ্যে আশ্বাস দেয়নি। পরদিন আমার প্রমোশন লেটারটা ঠিকই ডেস্কে পেয়েছিলাম। আরো অবাক হয়েছিলাম, মাস শেষে বেতন এর টাকার পরিমাণটা দেখে।
সবই ছিলো সুরভীর কৃতিত্ব। সুরভীকে ভালোবেসে বিয়ে করেছি ঠিকই, কিন্তু আপনজন কারো সাথে কখনো পরিচয় করিয়ে দিইনি। এমন কি তাকে নিয়ে কোথাও বেড়াতেও যায়নি। বেতন এর বাড়তি টাকাটা দেখে আমি ঠিক করলাম, সুরভীকে নিয়ে দূরে কোথাও বেড়াতে যাবো। তার মনের অনেক কষ্টের কথা প্রকৃতির কাছাকাছি গিয়ে শুনবো।
আমি সুরভীকে নিয়ে সমুদ্র সৈকতেই এলাম। একটা রিজোর্ট হোটেল, সাথে প্রাইভেট সী বীচ। ইচ্ছে ছিলো আমার দু কন্যা পুণম আর অহনাকেও সংগে আনবো। অথচ, সুরভী তাদের নিজ মায়ের কাছে রেখে একাই আমার সংগে এলো।
সাগর দেখে সুরভী আত্মহারাই হয়ে উঠলো। আর সুরভী যেনো প্রস্তুতিই নিয়ে এসেছিলো। লাল রং এর বিকিনি সেটটা পরে ছুটতে থাকে সমুদ্রের দিকে। কিছুক্ষণ সমুদ্রের পানিতে সাতার কেটে, সমুদ্রের পানিতে দাঁড়িয়ে দিগন্তের পানে তাঁকিয়ে বলতে থাকে, খোকা! তুমি সত্যিই খুব ভালো! কি করে জানলে সাগর আমার খুব পছন্দ!
আসলে ব্যাপারটা সত্যিই কাকতালীয় ছিলো। আমি সত্যিই ভুলে গিয়েছিলাম, সুরভীর প্রথম ভালোবাসার ছেলেটির নাম ছিলো সাগর। আমি সাগর পারে বসে বললাম, সাগর আমারও খুব পছন্দ। আমার জন্মও এই সাগর পারে।
সুরভী পাশ ফিরে আমার দিকে তীক্ষ্ম দৃষ্টিতেই তাঁকায়। আহলাদী বলতে থাকে, তাহলে আমাকে নিয়ে আগে কখনো আসোনি কেনো?
আমি বললাম, আসার সুযোগ দিলে কোথায়? তুমি তো একটার পর একটা পুরুষ নিয়েই ব্যাস্ত ছিলে। কিশোর তরুন যুবক বৃদ্ধ কাউকেই বাদ দিচ্ছিলে না।
সবই ছিলো সুরভীর কৃতিত্ব। সুরভীকে ভালোবেসে বিয়ে করেছি ঠিকই, কিন্তু আপনজন কারো সাথে কখনো পরিচয় করিয়ে দিইনি। এমন কি তাকে নিয়ে কোথাও বেড়াতেও যায়নি। বেতন এর বাড়তি টাকাটা দেখে আমি ঠিক করলাম, সুরভীকে নিয়ে দূরে কোথাও বেড়াতে যাবো। তার মনের অনেক কষ্টের কথা প্রকৃতির কাছাকাছি গিয়ে শুনবো।
আমি সুরভীকে নিয়ে সমুদ্র সৈকতেই এলাম। একটা রিজোর্ট হোটেল, সাথে প্রাইভেট সী বীচ। ইচ্ছে ছিলো আমার দু কন্যা পুণম আর অহনাকেও সংগে আনবো। অথচ, সুরভী তাদের নিজ মায়ের কাছে রেখে একাই আমার সংগে এলো।
সাগর দেখে সুরভী আত্মহারাই হয়ে উঠলো। আর সুরভী যেনো প্রস্তুতিই নিয়ে এসেছিলো। লাল রং এর বিকিনি সেটটা পরে ছুটতে থাকে সমুদ্রের দিকে। কিছুক্ষণ সমুদ্রের পানিতে সাতার কেটে, সমুদ্রের পানিতে দাঁড়িয়ে দিগন্তের পানে তাঁকিয়ে বলতে থাকে, খোকা! তুমি সত্যিই খুব ভালো! কি করে জানলে সাগর আমার খুব পছন্দ!
আসলে ব্যাপারটা সত্যিই কাকতালীয় ছিলো। আমি সত্যিই ভুলে গিয়েছিলাম, সুরভীর প্রথম ভালোবাসার ছেলেটির নাম ছিলো সাগর। আমি সাগর পারে বসে বললাম, সাগর আমারও খুব পছন্দ। আমার জন্মও এই সাগর পারে।
সুরভী পাশ ফিরে আমার দিকে তীক্ষ্ম দৃষ্টিতেই তাঁকায়। আহলাদী বলতে থাকে, তাহলে আমাকে নিয়ে আগে কখনো আসোনি কেনো?
আমি বললাম, আসার সুযোগ দিলে কোথায়? তুমি তো একটার পর একটা পুরুষ নিয়েই ব্যাস্ত ছিলে। কিশোর তরুন যুবক বৃদ্ধ কাউকেই বাদ দিচ্ছিলে না।