28-03-2023, 08:43 PM
(27-03-2023, 09:34 AM)pradip lahiri Wrote: যাক্, অনেক দিন পরে আপডেট পাওয়া গেল, পড়ে বেশ ভালো লাগলো, এর পরের অংশ পড়ার জন্যে অধীর আগ্রহে অপেক্ষায় রইলাম।
পড়ার জন্য ধন্যবাদ। মাঝখানে ব্যস্ত থাকায় আপডেট দিতে পারি নি। পাঠক যখন বলে পরের অংশের জন্য অধীর অপেক্ষা করছে তখন সেটা যেকোন লেখকের জন্য আনন্দের বিষয়। পরের অংশ লেখা হচ্ছে। শেষ হলেই চলে আসবে। তবে রমজানের কারণে অফিস, জ্যাম, আর ক্লান্তি মিলে লেখার গতি একটু স্লো থাকবে এই মাসে। তাই আপডেট তৈরি হতে একটু সময় লাগতে পারে। সবশেষে গল্পের কি ভাল লাগল কি মন্দ লাগল এইসব নিয়ে পাঠকদের মন্তব্যের জন্য সব সময় অপেক্ষায় থাকব।