22-03-2023, 11:05 AM
Rocketman Augustus
মায়ের পাছায় সন্তানের স্বর্গ : অজাচার সংসার
(১)
রমিজা বুয়া নতুন বাসায় কাজ নিয়েছে বেশিদিন হয় নাই। তা হবে মাস তিনেক, কিন্তু রমিজা এর ই মাঝে জেনে গিয়েছে কিছু একটা অন্যরকম আছে এই বাসায়। শহরতলীতে এরকম দোতলা পুরনো বাড়ি গত ১ বছরে ভাড়া হয় নাই, সেই বাসা কি করে ৩ মাস আগে সুন্দরী ম্যাডাম আর তার জামাই টপ করে ভাড়া নিয়ে ফেলল। রমিজার তো ধারণা হয়েই গিয়েছিলো এটা ভুতের বাড়ি, যদিও এই বাসায় আগে টানা ১০ বছর ও কাজ করেছে তাই নতুন ভাড়াটিয়া আসাতে রমিজা শোকালের অন্য ছুটা কাজ টা ছেড়ে এখানে চলে আসলো।
এমনিতে সকালে ৪ ঘণ্টা রমিজা কাজ করে যায়, ৬টা থেকে ১০টা, ম্যাডাম খুবই ভালো, স্যার ও চুপচাপ তার পরেও রমিজা বুঝে পায় না কোথায় জানি একটা সমস্যা আছে। কেউ আসে না এদের বাসায়, কোন আত্মীয় স্বজন, বন্ধু-বান্ধব, ম্যাডাম-স্যার দুজনেই সকালে বের হয়ে যান, রমিজার কাছে স্পেয়ার চাবি দিয়ে রেখেছে, অনেক বিশ্বাস করে রমিজাকে। রমিজা ভেবে কুল পায় না, আগেও অনেক বাসায় কাজ করেছে, তবে এটা ক্যামন বাসা, ময়মনসিংএর অল্প পড়া লেখা জানা রমিজার মাথায় আসে না।
দোতলা একটা বাড়ি, পুরানো ধাঁচের ডুপ্লেক্স, নিচ তলা আগে একটা এনজিও কে ভাড়া দেয়া ছিল, আপাতত নেই, একটা গাড়ি বারান্দা আছে, সেখানে গাড়ি থাকে একটা, ড্রাইভার ময়েজ আসে সকাল ৯টায়, সন্ধ্যা মিলালেই ছুটি। ড্রাইভার ব্যাটা কথাই বলে না কিন্তু রমিজা অনেকবার জিজ্ঞেস করেছে ঘটনা কি। ড্রাইভারের এক কথা, ম্যাডাম-স্যারের ব্যাপারে ও কিছু জানে না, আলাপ করার কিছুই নাই। রমিজা বুয়া হতাশ হয়ে আবার কাজের মাঝে ফিরে যায়। নিজের মনকে বুঝাতে পারে না এতো সুন্দর ম্যাডাম, বয়স ঠিক ঠাহর হয় না, জামাই টা একেবারেই অল্প বয়স, কিন্তু খুব বোঝা পড়া নিজেদের মাঝে। আচ্ছা ম্যাডাম এর আব্বা-আম্মা অথবা স্যারের বাবামা কি নাই, কখনোই আসে না। কাহিনী কি রমিজা বুঝে পায় না, সে মুখু-সুখ্যু মানুষ, ম্যাডাম-স্যার কে নিয়ে এসব না ভাবলেও চলবে।
মায়ের পাছায় সন্তানের স্বর্গ : অজাচার সংসার
(১)
রমিজা বুয়া নতুন বাসায় কাজ নিয়েছে বেশিদিন হয় নাই। তা হবে মাস তিনেক, কিন্তু রমিজা এর ই মাঝে জেনে গিয়েছে কিছু একটা অন্যরকম আছে এই বাসায়। শহরতলীতে এরকম দোতলা পুরনো বাড়ি গত ১ বছরে ভাড়া হয় নাই, সেই বাসা কি করে ৩ মাস আগে সুন্দরী ম্যাডাম আর তার জামাই টপ করে ভাড়া নিয়ে ফেলল। রমিজার তো ধারণা হয়েই গিয়েছিলো এটা ভুতের বাড়ি, যদিও এই বাসায় আগে টানা ১০ বছর ও কাজ করেছে তাই নতুন ভাড়াটিয়া আসাতে রমিজা শোকালের অন্য ছুটা কাজ টা ছেড়ে এখানে চলে আসলো।
এমনিতে সকালে ৪ ঘণ্টা রমিজা কাজ করে যায়, ৬টা থেকে ১০টা, ম্যাডাম খুবই ভালো, স্যার ও চুপচাপ তার পরেও রমিজা বুঝে পায় না কোথায় জানি একটা সমস্যা আছে। কেউ আসে না এদের বাসায়, কোন আত্মীয় স্বজন, বন্ধু-বান্ধব, ম্যাডাম-স্যার দুজনেই সকালে বের হয়ে যান, রমিজার কাছে স্পেয়ার চাবি দিয়ে রেখেছে, অনেক বিশ্বাস করে রমিজাকে। রমিজা ভেবে কুল পায় না, আগেও অনেক বাসায় কাজ করেছে, তবে এটা ক্যামন বাসা, ময়মনসিংএর অল্প পড়া লেখা জানা রমিজার মাথায় আসে না।
দোতলা একটা বাড়ি, পুরানো ধাঁচের ডুপ্লেক্স, নিচ তলা আগে একটা এনজিও কে ভাড়া দেয়া ছিল, আপাতত নেই, একটা গাড়ি বারান্দা আছে, সেখানে গাড়ি থাকে একটা, ড্রাইভার ময়েজ আসে সকাল ৯টায়, সন্ধ্যা মিলালেই ছুটি। ড্রাইভার ব্যাটা কথাই বলে না কিন্তু রমিজা অনেকবার জিজ্ঞেস করেছে ঘটনা কি। ড্রাইভারের এক কথা, ম্যাডাম-স্যারের ব্যাপারে ও কিছু জানে না, আলাপ করার কিছুই নাই। রমিজা বুয়া হতাশ হয়ে আবার কাজের মাঝে ফিরে যায়। নিজের মনকে বুঝাতে পারে না এতো সুন্দর ম্যাডাম, বয়স ঠিক ঠাহর হয় না, জামাই টা একেবারেই অল্প বয়স, কিন্তু খুব বোঝা পড়া নিজেদের মাঝে। আচ্ছা ম্যাডাম এর আব্বা-আম্মা অথবা স্যারের বাবামা কি নাই, কখনোই আসে না। কাহিনী কি রমিজা বুঝে পায় না, সে মুখু-সুখ্যু মানুষ, ম্যাডাম-স্যার কে নিয়ে এসব না ভাবলেও চলবে।