07-03-2023, 12:32 PM
(07-03-2023, 12:18 PM)buddy12 Wrote: স্মরণ করাইয়া দিতেছি যে -
বালখিল্যদের উপর অভিমান আপনার সুনামের পরিপন্থী।
আপনার বীর্যের মতোই আমার রেপু নিঃশেষিত।
রেপু সঞ্চয় করিবার সময় প্রার্থী।
আপনারা আমার হৃদিকোণে রহিয়াছেন। আপনাদিগের উপর অভিমান কি আমি কদাচ করিতে পারি! আমি শুধু বলিলাম এই কাহিনী আমি আর লিখিব না। তাহার অর্থ ইহা নহে বৌদি সঙ্গম সঙ্গ হইতে বঞ্চিত হইবে। ধরিয়া লন, কেহ যদি কহে, রামবাবু এই দুনিয়ায় আর নাই তাহার অর্থ ইহা নাও হইতে পারে যে রামবাবু মরিয়া গিয়াছেন। তিনি কেবল এই দুনিয়ায় নাই অন্যত্র কোন স্থানে আছেন। আপনি নিশ্চিন্ত থাকুন, তবে একটী পরামর্শ দিতেছি, আপনি রেপু সঞ্চয় করিতে ব্রতী হউন, যদ্দুর অবস্থা বুঝিতেছি শীঘ্রই উহার আবশ্যক প্রয়োজন হইবে আর কিছু না ওই চুমু হামি দিবা নিমিত্ত আর কী!