18-02-2023, 11:39 PM
রাত বৃষ্টি শেষ হয়ে ভোরের হালকা কুয়াশা ঢেকে দিয়েছে গোটা গ্রামটা ৷ ক্লান্ত শ্রান্ত কেয়ার মুখে ভোরের আলো তার রূপের বাহবা দিচ্ছে ৷ রাতভর কি হয়েছে কেয়া জানে কিন্তু তার সে নিয়ে ভাবনা নেই ৷ যত্ন করে সাজিয়ে নিয়েছে নিজেকে কালকের রাতে ভেজা শাড়ি দিয়ে ৷ এই গ্রামেই নতুন জীবন শুরু হবে তার আজ থেকে ৷ সিতেশ নিম কাঠি নিয়ে দৌড়তে দৌড়তে রাস্তায় খুঁজে পায় বৌদিকে ৷ রাস্তায় এক কোনে দাড়িয়ে থাকে অজয়, চোখের কোনে কালী না পড়লেও নিদ্রা দেবী তাকে রেহাই দিয়েছেন মনে হয় ৷ সিতেশ বলে " বৌদি মুঙ্কু জেগে উঠেছে তোমায় খুঁজে কাঁদছে, বাড়ি চল ! কাল রাত থেকে এখানে দাঁড়িয়ে আছি আমি আর অজয় কাকু, মুঙ্কু অজয় কাকুর বাড়িতে " ৷ কেয়া বিষণ্ন হয়ে সিতেশকে সামনে চলতে ইশারা করে ৷ গায়ের লোকেরা স্বপ্ন দেখে রাতে বাড়ি ফেরেনি হয়ত এখনো ৷ বাড়ির খানিক আগে অজয় কেয়ার হাৎ ধরে ৷ কেয়া খিল খিলিয়ে হেঁসে বলে " আমার নাগর সাত সকালে আমার জন্য দাঁড়িয়ে ?" অজয় জবাব দেয় না ৷ দু বছরের বাচ্চা মেয়েটা মাকে দেখে দৌড়ে আসতে থাকে গ্রামের মাটির রাস্তায় ৷ সিতেশ মুখ ধুয়ে ঘাট থেকে ছুটে মুঙ্কুকে জড়িয়ে ধরে " মা এসেছে মা এসেছে " ৷ অজয় কেয়ার হাতটা মৃদু চেপে ধরে বলে " আর পাচটা গায়ের মুরুব্বির মত তোর শরীর না তোকে ভালোবাসি, আমায় বিয়ে করবি ?" আড় চোখে তাকালেও কেয়ার চোখের দু ফোটা জল তার সাথে বেইমানি করে বসে ৷
সিতেশ আর মুঙ্কুর ভবিষ্যত বিধাতা ভেবে লেখেননি বোধ হয় ৷ তবুও জোড়াতালি দেওয়ার মত হাজার হাজার মন একে অপরের সাথে বড় হয়ে ওঠে সুখ আনন্দে ভালবাসায় ৷ মৃত্যু, রোগ ব্যাধি তাদের আলাদা করতে পারে না ৷ আর এই ভাবেই মুঙ্কুরা পৃথিবীতে আসে ৷ ভোরের শিউলি উপচে পড়ে ভিনভিনিয়ে মাতিয়ে তোলা গন্ধ নিয়ে এদেরই পায়ে ৷ রাখালের ভাই বেঁচে থাকলেও ক্ষমা করে দিত মতিন ওঝাকে অজয়ের মত কর্ণের খাতিরে ৷
(শেষ)
সিতেশ আর মুঙ্কুর ভবিষ্যত বিধাতা ভেবে লেখেননি বোধ হয় ৷ তবুও জোড়াতালি দেওয়ার মত হাজার হাজার মন একে অপরের সাথে বড় হয়ে ওঠে সুখ আনন্দে ভালবাসায় ৷ মৃত্যু, রোগ ব্যাধি তাদের আলাদা করতে পারে না ৷ আর এই ভাবেই মুঙ্কুরা পৃথিবীতে আসে ৷ ভোরের শিউলি উপচে পড়ে ভিনভিনিয়ে মাতিয়ে তোলা গন্ধ নিয়ে এদেরই পায়ে ৷ রাখালের ভাই বেঁচে থাকলেও ক্ষমা করে দিত মতিন ওঝাকে অজয়ের মত কর্ণের খাতিরে ৷
(শেষ)