18-02-2023, 11:50 AM
সরকার মশায়ের দৌলতে রাখালের ডাল গলে না ৷ কিন্তু রাখালের আক্রোশের মাত্রা বাড়তে থাকে ৷ কেয়া সুন্দরী তাই তার রূপে গ্রামে অন্ধকার নেমে আসে ৷ সাথ দেওয়ার অনেক মদ্দ পায় কিন্তু সবাই মধুর চাক ভাঙ্গার আশায় আসে ভালবাসতে নয় ৷ কম বয়স, বিয়ে করলেও পারে ৷ অজয় কেয়াকে মনে মনে ভালবাসে আর কেয়া জানলেও সে বিধবা ৷ তার ঘরের লোক তাকে মেনে নেবে কিনা ? তার উপর কেয়ার দু বছরের মেয়ে আর সিতেশ মাথার উপর ! কি যে করবে কেয়া ভেবে পায় না ! সন্ধ্যে বেলা ঘাটে গা ধুতে গিয়ে অজয়কে বরজ থেকে ফিরতে দেখে ৷ অজয় এক ছেলে তাদের বাড়ির ৷ মা বাবা এক সাথে গত হয়েছে বছর ৫ হলো ৷ দুই বোনের বিয়ে দিয়ে বেশ গরিব হয়ে গেছে সে ৷ অজয় কেয়াকে দেখে বলে "কালকে পুজো রেখেছ শুনলাম ?" কেয়া মুখ বেঁকিয়ে বলে "না হলে গেরামের লোক থাকতে দেবে না যে!" অজয় উদাস হয়ে বলে " তা আর কি করা যাবে ? পুজোতে কেউ যাবে না?" কেয়া হেঁসে ফেলে খিল খিল করে "আ মরণ দশা পুজো দেখতে কে যাবে লা? তুমি যাবে? নাগর আমার!" অজয় মুখ নামিয়ে চলে যায় ৷
রাত যত ঘন হচ্ছে কেয়ার মন ততই ব্যাকুল হচ্ছে। ঝিরি ঝিরি বৃষ্টিতে পিছল কাদামাটির রাস্তায় একা মেয়েছেলে চলেছে সঙ্গে সিতেশও নেই আজ ৷ কোলের মেয়েকে ঘুম পাড়িয়ে দিয়েছে এছাড়া উপায় বা কি ৷ আরেকটু জঙ্গলের পথ পেরোলেই বাঁশ ঝাড় আর দক্ষিণের পুকুর পেরিয়ে পুবের বাড়িটাই মতিন ওঝার বাড়ি ৷ মতিন ওঝার কোনো ছেলে পুলে নেই, বিয়ে শাদিও করেনি ৷ তার বয়স ৫৬-৫৭ হবে ৷ নেই নেই করেও প্রায় ভিজে গিয়েছে কেয়া ঝিরি ঝিরি বৃষ্টিতে ৷ আজ পুজোর পর অন্তত গ্রামের লোক তার দিকে মাথা উঁচু করে কিছু বলতে পারবে না ৷ যা চেয়েছে মতিন ওঝা তাই দিয়েছে কেয়া ৷ মতিন ওঝা একটু লোভি, না হলে অত চাল ঘি আর টাকা চায় ৷ যাই হোক এক বছরের জমির টাকা অনেক। আব্দুল মিয়া টাকা দিলেই মামার ধার শোধ করে গায়েই মেয়েদের চিরুনি, চুলের ফিতে আলতা সিঁদুরের ব্যবসা করবে ৷ আর সময় পেলে কাঁথাকানি সেলাই করলে মায়ে ঝিয়ের চলে যাবে ৷ কড় কড় করে খানিকটা বিদ্যুৎ চমকালো ৷ একটু গা ছম ছম করছে ৷ দরজার সামনে এসে কড়া নাড়তে মতিন ওঝা বেরিয়ে আসলো ধুতি আর গায়ে নামাবলী জড়িয়ে ৷ " ঘরে ঢোকার আগে ওই পুকুর থেকে গা ধুয়ে আয়, এইনে গা ধোবার সময় এইটা মাখবি গায়ে ভালো করে ৷ এই গন্ধ প্রেতরা সহ্য করতে পারে না " কেয়া মতিন ওঝাকে এর আগেও দেখেছে অনেক ভূত ছাড়াতে ৷ তার মধ্যে অদ্ভূত একটা সম্মোহন আছে ৷ মতিন ওঝার বাড়ির সামনের পুকুরে নেমে ডুব দিয়ে সারা শরীরে মতিন ওঝার দেওয়া পুটলি ঘষতেই খুব সুন্দর মিহি গন্ধ বের হতে লাগলো ৷ যতই গন্ধ শোঁকে ততই আচ্ছন্ন হয়ে যায় কেয়া ৷ কি সুন্দর মিষ্টি গন্ধ ৷ সারা শরীরে মেখে ফিরে যায় মতিন ওঝার দরজায় ৷ মতিন ওঝার ঘর বিশেষ বড় নয় ৷ ঢোকার মুখে একচিলতে একটা ঘর তার পর বেশ বড়সড় একটা মন্দির গোছের ঘর তার পাশে রান্না ঘর মন্দির থেকে প্রায় দেখাই যায় না বলতে গেলে ৷ মতিন ওঝা কেয়াকে মন্দিরের মত ঘরটায় নিয়ে আসে ৷ পূজার সব উপকরণ সাজানো, চালের গুড়ো দিয়ে গণ্ডি কাটা, দুটো ফুলের মালা, আর তার পূজার হাবিজাবি নানা উপকরণ ৷ একটা চেলি ছুড়ে দিল কেয়ার দিকে ৷ " তোর শরীরের কাপড় খুলে এই চেলি পড়ে নে ৷" কেয়া চেলি হাতে নিয়ে বুঝতেই পারে না কি ভাবে পরবে ৷ তার শরীরের গঠন খারাপ নয় ৷ খুব সুন্দরী, মাদকীয় চেহারা ৷ ওই চেলিতে তার শরীরের চারভাগের এক ভাগ অংশই ঢাকবে হয়ত ৷
রাত যত ঘন হচ্ছে কেয়ার মন ততই ব্যাকুল হচ্ছে। ঝিরি ঝিরি বৃষ্টিতে পিছল কাদামাটির রাস্তায় একা মেয়েছেলে চলেছে সঙ্গে সিতেশও নেই আজ ৷ কোলের মেয়েকে ঘুম পাড়িয়ে দিয়েছে এছাড়া উপায় বা কি ৷ আরেকটু জঙ্গলের পথ পেরোলেই বাঁশ ঝাড় আর দক্ষিণের পুকুর পেরিয়ে পুবের বাড়িটাই মতিন ওঝার বাড়ি ৷ মতিন ওঝার কোনো ছেলে পুলে নেই, বিয়ে শাদিও করেনি ৷ তার বয়স ৫৬-৫৭ হবে ৷ নেই নেই করেও প্রায় ভিজে গিয়েছে কেয়া ঝিরি ঝিরি বৃষ্টিতে ৷ আজ পুজোর পর অন্তত গ্রামের লোক তার দিকে মাথা উঁচু করে কিছু বলতে পারবে না ৷ যা চেয়েছে মতিন ওঝা তাই দিয়েছে কেয়া ৷ মতিন ওঝা একটু লোভি, না হলে অত চাল ঘি আর টাকা চায় ৷ যাই হোক এক বছরের জমির টাকা অনেক। আব্দুল মিয়া টাকা দিলেই মামার ধার শোধ করে গায়েই মেয়েদের চিরুনি, চুলের ফিতে আলতা সিঁদুরের ব্যবসা করবে ৷ আর সময় পেলে কাঁথাকানি সেলাই করলে মায়ে ঝিয়ের চলে যাবে ৷ কড় কড় করে খানিকটা বিদ্যুৎ চমকালো ৷ একটু গা ছম ছম করছে ৷ দরজার সামনে এসে কড়া নাড়তে মতিন ওঝা বেরিয়ে আসলো ধুতি আর গায়ে নামাবলী জড়িয়ে ৷ " ঘরে ঢোকার আগে ওই পুকুর থেকে গা ধুয়ে আয়, এইনে গা ধোবার সময় এইটা মাখবি গায়ে ভালো করে ৷ এই গন্ধ প্রেতরা সহ্য করতে পারে না " কেয়া মতিন ওঝাকে এর আগেও দেখেছে অনেক ভূত ছাড়াতে ৷ তার মধ্যে অদ্ভূত একটা সম্মোহন আছে ৷ মতিন ওঝার বাড়ির সামনের পুকুরে নেমে ডুব দিয়ে সারা শরীরে মতিন ওঝার দেওয়া পুটলি ঘষতেই খুব সুন্দর মিহি গন্ধ বের হতে লাগলো ৷ যতই গন্ধ শোঁকে ততই আচ্ছন্ন হয়ে যায় কেয়া ৷ কি সুন্দর মিষ্টি গন্ধ ৷ সারা শরীরে মেখে ফিরে যায় মতিন ওঝার দরজায় ৷ মতিন ওঝার ঘর বিশেষ বড় নয় ৷ ঢোকার মুখে একচিলতে একটা ঘর তার পর বেশ বড়সড় একটা মন্দির গোছের ঘর তার পাশে রান্না ঘর মন্দির থেকে প্রায় দেখাই যায় না বলতে গেলে ৷ মতিন ওঝা কেয়াকে মন্দিরের মত ঘরটায় নিয়ে আসে ৷ পূজার সব উপকরণ সাজানো, চালের গুড়ো দিয়ে গণ্ডি কাটা, দুটো ফুলের মালা, আর তার পূজার হাবিজাবি নানা উপকরণ ৷ একটা চেলি ছুড়ে দিল কেয়ার দিকে ৷ " তোর শরীরের কাপড় খুলে এই চেলি পড়ে নে ৷" কেয়া চেলি হাতে নিয়ে বুঝতেই পারে না কি ভাবে পরবে ৷ তার শরীরের গঠন খারাপ নয় ৷ খুব সুন্দরী, মাদকীয় চেহারা ৷ ওই চেলিতে তার শরীরের চারভাগের এক ভাগ অংশই ঢাকবে হয়ত ৷