18-02-2023, 11:29 AM
সরকার মশাই সত্যি জানেন না ওঝা দিয়ে ভূত তাড়ানো যায় কিনা ৷ কিন্তু কেয়ার এমন সব ভয়ংকর ভয়ংকর কাণ্ড আছে যে গ্রামের লোক কেয়াকে একটু ভয় পায় বিশেষ করে রাতের বেলা ৷ অন্ধ বিশ্বাস নিয়ের গ্রাম গুলো বছরের পর বছর শেওলার মত জড়িয়ে থাকে ৷ " আজ্ঞে বলছিলাম কি কেয়া একলা মেয়েমানুষ আর পুজো কত্তি হয় রেতের বেলা " বলে মতিন সরকার মশায়ের দিকে তাকায় ৷ "ওহ ও তা ঠিক তা ঠিক, কিরে মা তোর কি কাওকে দরকার আছে ?" কেয়া নিডর হয়ে বলে "না আমার কোনো ভয় নেই !" কেয়া বাড়ি চলে আসে ৷ এর পর কেয়ার দিকে আঙ্গুল তুলতে পারবে না কেউই ৷ মতিন ওঝার কথা দেওয়া আছে পঞ্চায়েতে ৷ মতিন ওঝা কেয়ার সঙ্গে এসে চাল ঘি আর ১০০ টাকা নিয়ে যায় কথা মত ৷ মামা কেয়াকে একটু বেশি ঘি আর চাল দিয়েছিলেন সেটা কেয়া বার করে আলাদা করে মতিন ওঝা কে বলে " পুজো হয়ে গেলে পঞ্চায়েতকে বলতে হবে ভূত প্রেত কিছু নাই বুঝলা ?" মতিন ওঝা বলে " সে তুই চিন্তা করিসনে কেয়া আমি সব সামলে নেব !" লোভে চক চক করে ওঠে তার চোখ ৷
চার দিন কিভাবে কেটে গেছে বুঝতেই পারেনি কেয়া ৷ নদীর ওপার থেকে আব্দুল মিয়া এসেছিল কেয়ার জমি চাষ করবে বলে ৷ দর দাম হয় নি ৷ জমিটা তিন ফসলা ৷ তাই ধানের ব্যাপারে রফা করেই জমি তুলে দেবে আব্দুল মিয়ার হাতে ৷ আব্দুল মিয়া তার বাপের বয়েসী ৷ তার স্বামীর সাথে এর আগেও চাষ বাস করেছে ৷ আব্দুল চাচাকে কেয়া বিশ্বাস করে ৷ রাখালের দল কেয়ার শরীর চায় না তার সাথে জমিও চায় ৷ সিতেশ কোথা থেকে ছুটে আসে বলে " বৌদি বৌদি দেখো না বড় বৌদি আমাদের সব সজনে গাছের ডাল মুড়িয়ে দিয়েছে ৷ " গত বছর এই সজনে ডাটা বেচে ৯০০ টাকা পেয়েছিল কেয়া ৷ ডালগুলো রাস্তার উপর একটু নুয়ে পড়েছিল বটে তাতে কেটে দেবার মত অবস্থা হয় নি ৷ কেয়া ভারী বুকের আঁচলটা জড়িয়ে কোমরে পেঁচিয়ে কাস্তে হাতে বেরিয়ে আসে ৷ রাগে গা জ্বলতে শুরু করে কেয়ার ৷ "আজ মাগির একদিন কি আমার একদিন" বলে চেঁচিয়ে উঠোনে আসতেই কেয়া দেখে তার সাধের সাত আটটা সজনে গাছের সব ডাল ছেঁটে ফেলেছে লতিকা ৷ এই নিয়ে তার অনেক ক্ষতিই করেছে ভাশুরঝি ৷ কাস্তে বাগিয়ে উঠে আসে রাখালের উঠোনে ৷ ওদের উঠোনেও সুন্দর বেগুনের গাছ বসিয়েছিল রাখাল সব মিলিয়ে ২০-২৫ টা হবে ৷ কাস্তের কোপে সব মাটিতে শুইয়ে দিয়েও ক্ষান্ত হয় না কেয়া ৷ তার খাওয়ার নেই পড়ার নেই সে কারোর ক্ষতি করে না তবুও তার এমন সর্বনাশ কেন হবে ? আরো দু চারটে কোপে কচু পেঁপে ধরা ১০-১২ টা পেঁপে গাছ শুইয়ে দেয় মাটিতে ৷ লতিকা " ও বাবাগো মেরে ফেললো গো, দস্যি মেয়ে, ডাইনি আমার ঘর নষ্ট করে দিল গো " বলে মাটিতেই বসে বুক চাপড়ে অভিনয় করতে শুরু করলো ৷ এ ঘটনা এই দুই পরিবারের নতুন নয় ৷ সাময়িক ভিড় জমলেও গ্রামের লোকেরা বোকা নয় ৷ রাখাল কোথা থেকে দৌড়ে এসে ঘরের এমন অবস্থা দেখে দেয়ালে মাথা খুড়ে মাথা ফাটিয়ে পঞ্চায়েতের দিকে দৌড়ে গেল নালিশ করতে ৷ কেয়া জানে আবার নালিশ হবে সালিশি হবে, পঞ্চায়েত বসবে ৷ আজ এর বিহিত হওয়া দরকার ৷ সেও সিতেশের কোলে মেয়েকে দিয়ে দৌড়ে যায় পঞ্চায়েতে হাতে কাস্তে ধরে রাখে ৷ যা ভাবে ঠিক তাই হয় ৷ মৈরুল, নেপাল, সরকার মশাই বাগেশ দত্তদের সামনে কেঁদে দোষ দিতে শুরু করে রাখাল ৷ এসবে বিন্দুমাত্র বিচলিত না হয়ে কেয়া সরকার মশায়ের দিকে চেয়ে বলে " আমি কি দোষ করিছি ? আমি বিধবা স্বামীর ভিটেতে খাচ্ছি সেটাই আমার অপরাধ ? আমায় না বলে আমার জমির সজনে গাছ কেটে দেওয়ার কি মানে ? আজকে গাছের উপর কোপ দিছি, কাল তোর গলায় কোপ দোবো ইতর কোথাকার ৷ তারপর তোমরা আমায় ফাঁসি দাও আর জেলই দাও !" বলে কারোর তোয়াক্কা না করে বাড়ি ফিরে আসে ৷
চার দিন কিভাবে কেটে গেছে বুঝতেই পারেনি কেয়া ৷ নদীর ওপার থেকে আব্দুল মিয়া এসেছিল কেয়ার জমি চাষ করবে বলে ৷ দর দাম হয় নি ৷ জমিটা তিন ফসলা ৷ তাই ধানের ব্যাপারে রফা করেই জমি তুলে দেবে আব্দুল মিয়ার হাতে ৷ আব্দুল মিয়া তার বাপের বয়েসী ৷ তার স্বামীর সাথে এর আগেও চাষ বাস করেছে ৷ আব্দুল চাচাকে কেয়া বিশ্বাস করে ৷ রাখালের দল কেয়ার শরীর চায় না তার সাথে জমিও চায় ৷ সিতেশ কোথা থেকে ছুটে আসে বলে " বৌদি বৌদি দেখো না বড় বৌদি আমাদের সব সজনে গাছের ডাল মুড়িয়ে দিয়েছে ৷ " গত বছর এই সজনে ডাটা বেচে ৯০০ টাকা পেয়েছিল কেয়া ৷ ডালগুলো রাস্তার উপর একটু নুয়ে পড়েছিল বটে তাতে কেটে দেবার মত অবস্থা হয় নি ৷ কেয়া ভারী বুকের আঁচলটা জড়িয়ে কোমরে পেঁচিয়ে কাস্তে হাতে বেরিয়ে আসে ৷ রাগে গা জ্বলতে শুরু করে কেয়ার ৷ "আজ মাগির একদিন কি আমার একদিন" বলে চেঁচিয়ে উঠোনে আসতেই কেয়া দেখে তার সাধের সাত আটটা সজনে গাছের সব ডাল ছেঁটে ফেলেছে লতিকা ৷ এই নিয়ে তার অনেক ক্ষতিই করেছে ভাশুরঝি ৷ কাস্তে বাগিয়ে উঠে আসে রাখালের উঠোনে ৷ ওদের উঠোনেও সুন্দর বেগুনের গাছ বসিয়েছিল রাখাল সব মিলিয়ে ২০-২৫ টা হবে ৷ কাস্তের কোপে সব মাটিতে শুইয়ে দিয়েও ক্ষান্ত হয় না কেয়া ৷ তার খাওয়ার নেই পড়ার নেই সে কারোর ক্ষতি করে না তবুও তার এমন সর্বনাশ কেন হবে ? আরো দু চারটে কোপে কচু পেঁপে ধরা ১০-১২ টা পেঁপে গাছ শুইয়ে দেয় মাটিতে ৷ লতিকা " ও বাবাগো মেরে ফেললো গো, দস্যি মেয়ে, ডাইনি আমার ঘর নষ্ট করে দিল গো " বলে মাটিতেই বসে বুক চাপড়ে অভিনয় করতে শুরু করলো ৷ এ ঘটনা এই দুই পরিবারের নতুন নয় ৷ সাময়িক ভিড় জমলেও গ্রামের লোকেরা বোকা নয় ৷ রাখাল কোথা থেকে দৌড়ে এসে ঘরের এমন অবস্থা দেখে দেয়ালে মাথা খুড়ে মাথা ফাটিয়ে পঞ্চায়েতের দিকে দৌড়ে গেল নালিশ করতে ৷ কেয়া জানে আবার নালিশ হবে সালিশি হবে, পঞ্চায়েত বসবে ৷ আজ এর বিহিত হওয়া দরকার ৷ সেও সিতেশের কোলে মেয়েকে দিয়ে দৌড়ে যায় পঞ্চায়েতে হাতে কাস্তে ধরে রাখে ৷ যা ভাবে ঠিক তাই হয় ৷ মৈরুল, নেপাল, সরকার মশাই বাগেশ দত্তদের সামনে কেঁদে দোষ দিতে শুরু করে রাখাল ৷ এসবে বিন্দুমাত্র বিচলিত না হয়ে কেয়া সরকার মশায়ের দিকে চেয়ে বলে " আমি কি দোষ করিছি ? আমি বিধবা স্বামীর ভিটেতে খাচ্ছি সেটাই আমার অপরাধ ? আমায় না বলে আমার জমির সজনে গাছ কেটে দেওয়ার কি মানে ? আজকে গাছের উপর কোপ দিছি, কাল তোর গলায় কোপ দোবো ইতর কোথাকার ৷ তারপর তোমরা আমায় ফাঁসি দাও আর জেলই দাও !" বলে কারোর তোয়াক্কা না করে বাড়ি ফিরে আসে ৷