18-02-2023, 08:36 AM
"মারে ? আছিস নাকি, রোদের তেজটা চড়া একটু আজ" ৷ গৌর মামা তার সাথের ছেলেটার দিকে তাকিয়ে বলে "আরে দেখছিস কি চালের বস্তা টা নামা, আর ঘিয়ের টিন ঘরের ভিতরে রাখ ৷" কেয়া প্রণাম করে ৷ "তুমি না থাকলে আমার যে কি হত মামা !" কেয়াকে একটু স্নেহ করে বলে " এই টাকাটা রাখ ১২০ টাকা আছে !" "আজ আর বসা হবে না অনেক কাজ মনিবের ঘরে ৷ তুই সিতেশকে দিয়ে খবর পাঠাস ৷" একটা পুরনো জরাজীর্ণ সাইকেল নিয়ে বেরিয়ে আসে ৷" তাড়া তাড়ি গোটা দশেক নারকেল নাড়ু আর জল নিয়ে আসে কেয়া ৷ জল খেয়ে নাড়ু হাতে নিয়ে বেরিয়ে পড়েন ৷ শান্তির নিশ্বাস ফেলে কেয়া ৷ মতিন ওঝার দেনা পাওনা মিটিয়ে শান্তিতে চাষবাস করাবে কেয়া ৷ তাতেও যদি দু মুঠো খেয়ে পরে বাঁচতে পারে তাতেই খুশি ৷ বেলা বাড়ছে ৷ এখনি সরকার মশাইকে ধরতে না পারলে সামনের অমাবস্যায় মতিন ওঝাকে খুঁজে পাওয়া যাবে না ৷ সিতেশকে মেয়ে সামলাতে দিয়ে বাড়িতে থাকতে বলে নিজে শাড়ি আর আঁচল ঠিক করে দূরে বেরিয়ে যায় পঞ্চায়েত এর দিকে ৷ সকালে পঞ্চায়েত এর আপিস খুলে গেলেও সরকার মশাই সাড়ে দশটার আগে আসেন না ৷ মন্ত্রী সান্ত্রী অনেক লোক এখানে ঘোরাঘুরি করে ৷ বেশি বেগ পেতে হল না কেয়াকে ৷ সরকার মশাইকে দেখে কেয়া এগিয়ে গেল অফিস ঘরে ৷ " সরকার মশাই আমি পুজোর যোগাড় করছি, আপনি মতিন ওঝারে বলে দেন পুজোর ব্যবস্থা করতে ৷ সামনের অমাবস্যাতেই আমি পুজো করে নেব !" সরকার মশাই শান্তভাবে কেয়ার দিকে তাকিয়ে বললেন "আচ্ছা তুই বস আমি দেখছি ৷ " ঘরে কাগজ পত্র নিয়ে আরেকজন অল্প বয়েসী গ্রামের ছেলে ৷ তাকে কিছু বলতেই সে ছুটে বেরিয়ে গেল ৷ সরকার মশাই অমায়িক লোক ৷ রাখালের দলবল যে কেয়ার দিকে ছোঁচার মত তাকিয়ে আছে তা সরকার মশাই জানেন ৷ কিন্তু রাখালের দল একটু ভারী ৷ ১০ জনের ভোটে ৬ জন কেয়ার ভুতের গল্পে বিশ্বাসী ৷ তাই তিনি কোনো ভাবেই কেয়াকে কোনো সাহায্য করতে পারেন নি ৷ কেয়া বসে বসে অস্থির হয়ে গেছে ৷ আধ ঘণ্টা পর মতিন ওঝা এসে হাজির ৷ " সরকার মশাই আমারে ডেকেছেন ?" "ওহ হ্যাঁ মতিন কেয়ার সব কিছুই তো আমরা জানি অনেক কষ্ট করে ও সব কিছু যোগাড় করেছে, দেখো যদি সামনের অমাবস্যায় ওর পূজাপাঠের ব্যবস্থা করতে পারো কিনা ?" সরকার মশাই মতিনকে বলে আবার কাজে মন দিলেন ৷ মতিন ঝোলা থেকে পাঁজি বার করে বললেন " সামনের অমাবস্যা আজ থেকে ৫ দিন পরে তাইলে আসছে শুক্কুরবার দিন ভালো আছে, কিরে কেয়া রাজি তো ?" কেয়া ঘাড় নাড়ে ৷ সরকার মশাই কেয়ার দিকে তাকিয়ে বলে " পুজো হয়ে গেলে একবার আমার কাছে আসিস মা !" কেয়া মাথা নাড়ে ৷