18-02-2023, 08:30 AM
কারোর কোনও অভিব্যক্তি ছিল না মুখে ৷ নির্বাক ঘটনা প্রবাহে হারিয়ে গিয়েছিল সবাই ৷ পরে মোহিতের বিয়ে হলেও প্রভাদেবীকে জন সমাজে আর দেখা যায় নি ! সেদিনের অমাবস্যায় অনেকের জীবনেই অন্ধকার নেমে এসেছিল ৷ কিন্তু প্রভাদেবীর নিজের ছেলের বিয়ে আর দেখা হয় নি ! কৈলাসকে জোর করে পুলিশে ধরিয়ে দিলেও সে নির্দোষ বলেই বোধ হয় তাকে পুলিশ ক্ষমা করে দেয় ৷ কিন্তু আশ্চর্যের কথা হল ধীরাজ মাথার ক্ষত সারিয়েও পার পায় নি, জীবাণু সংক্রমণে ব্রেন এ আবার পঁচন ধরে আর তাকে অচিরেই চলে যেতে হয়৷
এই ঘটনা বিশেষ কেউ না জানলেও ডাকাতি ও বলাৎকারের ঘটনা শহরে অজানা নয় ৷ তবে কেউই রাতে দুধিয়ার জঙ্গল পারাপার করে না বিয়ে বাড়ি থাকলে ৷
(শেষ)
এই ঘটনা বিশেষ কেউ না জানলেও ডাকাতি ও বলাৎকারের ঘটনা শহরে অজানা নয় ৷ তবে কেউই রাতে দুধিয়ার জঙ্গল পারাপার করে না বিয়ে বাড়ি থাকলে ৷
(শেষ)