08-02-2023, 09:33 PM
(08-02-2023, 06:02 PM)Manali Basu Wrote: দেখুন আপনাদের ভালোবাসাকে সম্মান জানিয়ে আমি বলছি আমার পক্ষে এই লেখাটা carry on করা আর সম্ভব নয়। প্রতি নিয়ত রিপোর্টের একটা অজানা আশংকা থাকবেই। তাই আমি খোলাখুলিভাবে সকলকে আহবান জানাচ্ছি , যে কেউ যদি এই গল্পটিকে এবং আমার বাকি গল্পগুলিকে সম্পূর্ণ আকার দিতে চায় তাহলে তা স্বেচ্ছায় করতে পারেন।
আমি এমনিতেও লেখার খুব একটা সময় পাইনা। তাই আমি খুব একটা consistent writer নই। তার জন্য আপনারা আমার সমালোচনা করতেই পারেন।
এবার আসি আসল কথায় ,
এরই মধ্যে আমি একটা গল্প লেখা শুরু করেছিলাম , যেটার প্রথম পর্ব আমি লিখে শেষ করেছি। হয়তো সেই গল্পটাও অনেকের চক্ষুশূল হবে , হবেই হবে। কারণ গল্পটা একটু বিতর্কিত বিষয় নিয়ে। আর আমি আগুন নিয়ে খেলতে ভালোবাসি। গল্পে শুরুতে একটা ডিসক্লেইমার দিয়ে দেবো। তাও হয়তো গল্পটা রিপোর্ট করা হবে।
গল্পের নাম - "এক মুঠো খোলা আকাশ "
বিষয় - পরকীয়া
হয়তো এই গল্পটাও শেষ হবে না। তাও যতটুকু লিখেছি তা আপনাদের সাথে শেয়ার করবো। এই ফোরামে কতদিন আছি আমি তা নিজেও জানিনা। ব্যক্তিগত পেশাগত সব জীবন নিয়ে রীতিমতো একটু জর্জরিত। তাই যেটুকু লিখেছি নতুন গল্পটা সেইটুকু শেয়ার করছি।
মাথা যে ঠান্ডা হয়নি বোঝা গেলো ,
একটু দিদি , একটু ধৈর্য রাখুন। কিছু একটা হতে চলেছে , এই ফোরামে।