02-02-2023, 01:16 PM
বিষয়টা এখন আর নিয়ম বা অনিয়মের মাঝে সীমাবদ্ধ নেই। রুলস যেমন আছে তাতে ফাঁক ফোকর ও থাকে। আর অনেকেই সেই ফাঁক ফোকরের সুযোগ নেয় আর মুষ্টিমেয় কয়েকজন সেটার ভুক্তভোগী হয়। বিষয়টা বাড়াবাড়ি পর্যায়ে চলে গিয়েছে, আর সেটা থামাতে হলে কাউকে তো থামতেই হবে।
আমার মতে পর্ব এডিট করে দেয়ার মত অপমান লেখকের কাছে আর কিছুই হতে পারে না, এটা সরাসরি তার চিন্তাধারা আর লেখনিতে হস্তক্ষেপ করা। আর সেটা করার জন্য একটা গোষ্ঠী সিদ্ধ হস্ত, আর তাদের কথাই শেষ কথা সেটাই এখানকার নিয়ম হয়ে দাড়িয়েছে।
আমি আপনার সিদ্ধান্ত কে সাধুবাদ জানাই, এডিট করা চেয়ে লেখা বন্ধ করে দেয়া সম্মানের। নিজের চিন্তাশক্তি থেকে সরে আসা আত্মহত্যা করার সামিল। তবে লেখাটা এই ফোরামে না হলেও আরও অনেক সাইট আছে সেখানে চলতেই পারে। লেখা টা হলো আপনার শক্তি সেটাকে ধরে রাখুন, আমরা পাঠক ঠিক খুঁজে নেব গল্প পড়ার জন্য। আড়ালে বসে রিপোর্ট করার মত মহৎ কাজ করার ব্যক্তিরা সুখে সাচ্ছন্দ্যে থাকুক।
আমার মতে পর্ব এডিট করে দেয়ার মত অপমান লেখকের কাছে আর কিছুই হতে পারে না, এটা সরাসরি তার চিন্তাধারা আর লেখনিতে হস্তক্ষেপ করা। আর সেটা করার জন্য একটা গোষ্ঠী সিদ্ধ হস্ত, আর তাদের কথাই শেষ কথা সেটাই এখানকার নিয়ম হয়ে দাড়িয়েছে।
আমি আপনার সিদ্ধান্ত কে সাধুবাদ জানাই, এডিট করা চেয়ে লেখা বন্ধ করে দেয়া সম্মানের। নিজের চিন্তাশক্তি থেকে সরে আসা আত্মহত্যা করার সামিল। তবে লেখাটা এই ফোরামে না হলেও আরও অনেক সাইট আছে সেখানে চলতেই পারে। লেখা টা হলো আপনার শক্তি সেটাকে ধরে রাখুন, আমরা পাঠক ঠিক খুঁজে নেব গল্প পড়ার জন্য। আড়ালে বসে রিপোর্ট করার মত মহৎ কাজ করার ব্যক্তিরা সুখে সাচ্ছন্দ্যে থাকুক।