01-02-2023, 11:32 AM
কয়েকটা কথা আমি পাঠকদের সামনে রাখতে চাই।
১) আমি শুনেছি আমার পর্বটি আবার কেউ রিপোর্ট করেছে , এবং সেটি মডারেটর কন্সিডারেশনে আছে। আমার সাথে ফোরামেরই একজন নামী ও জনপ্রিয় লেখকের কথা হয়েছে , উনার উপদেশ অনুযায়ী আমি গল্পে একটি Disclaimer দিতে চাই ----
Disclaimer :
এই গল্পে ফোরামের কোনোপ্রকার কোনো নিয়মের উলংঘন হয়নি। লেখিকা হিসেবে আমি ফোরামের সকল rules and regulation কে সম্মান করি , এবং সেগুলি মেনে চলার প্রতি আমি দায়বদ্ধকর। আমার গল্পের কোনো অংশ যদি কারোর খারাপ লেগে থাকে তাহলে তা একেবারেই দুর্ভাগ্যজনক ও লেখিকা হিসেবে তা সবই আমার অনিচ্ছাকৃত প্রদান। এই গল্প ইচ্ছাকৃতভাবে কোনো পাঠক বা পাঠকগনদের দুঃখ দেওয়ার অভিপ্রায় রাখেনা। তাই আগামী দিনে ফোরামে সকল নিয়মাবলী আরো কঠোর ভাবে মেনে চলতে বদ্ধপরিকর।
ধন্যবাদ ,
মানালী বসু রায়
২) ফোরামের মডারেটর দের কাছে আমার অনুরোধ যে ফেসবুকের মতো এখানেও লাইক অপশন এডিট করার সুযোগ দেওয়া হোক। কারণ কমেন্ট যদি কেউ এডিট করতে পারে , তাহলে সেই এডিটেড কমেন্ট কে আনলাইক করার অপশনও থাকা উচিত। আমি এই থ্রেডেই দেখলাম একজন একটা পজিটিভ কমেন্ট করেছিল তাতে আমি লাইক প্রদান করেছি, পরে দেখলাম সেই ব্যক্তিটি কমেন্ট এডিট করে আমার সমালোচনা করেছে , ফোরাম এবং সকলের সম্পর্কে অনেক নেগেটিভ কথা লিখেছে। কিন্তু আমি আমার লাইক কে আনলাইক করতে পাচ্ছিনা। এবার বলবেন তাহলে কমেন্ট রিপোর্ট করে দিন। কথাটা হচ্ছে অমি সমালোচনা গ্রহণ করতে ভালোবাসি। সমালোচনা মানুষকে আরো সমৃদ্ধ করে। তাই কেউ সমালোচনা করার জন্য আমি তার কমেন্ট-কে রিপোর্ট করবো না। এটা আমার ধর্মে বাঁধে। কিন্তু সেই কমেন্টকে আনলাইক করার অধিকার তো সবার থাকা উচিত। কেউ আমাকে বাজে বলছে আর আমি তার কমেন্টে লাইক করেছি এটা দেখতে কেমন লাগে ! তাই না ??
১) আমি শুনেছি আমার পর্বটি আবার কেউ রিপোর্ট করেছে , এবং সেটি মডারেটর কন্সিডারেশনে আছে। আমার সাথে ফোরামেরই একজন নামী ও জনপ্রিয় লেখকের কথা হয়েছে , উনার উপদেশ অনুযায়ী আমি গল্পে একটি Disclaimer দিতে চাই ----
Disclaimer :
এই গল্পে ফোরামের কোনোপ্রকার কোনো নিয়মের উলংঘন হয়নি। লেখিকা হিসেবে আমি ফোরামের সকল rules and regulation কে সম্মান করি , এবং সেগুলি মেনে চলার প্রতি আমি দায়বদ্ধকর। আমার গল্পের কোনো অংশ যদি কারোর খারাপ লেগে থাকে তাহলে তা একেবারেই দুর্ভাগ্যজনক ও লেখিকা হিসেবে তা সবই আমার অনিচ্ছাকৃত প্রদান। এই গল্প ইচ্ছাকৃতভাবে কোনো পাঠক বা পাঠকগনদের দুঃখ দেওয়ার অভিপ্রায় রাখেনা। তাই আগামী দিনে ফোরামে সকল নিয়মাবলী আরো কঠোর ভাবে মেনে চলতে বদ্ধপরিকর।
ধন্যবাদ ,
মানালী বসু রায়
২) ফোরামের মডারেটর দের কাছে আমার অনুরোধ যে ফেসবুকের মতো এখানেও লাইক অপশন এডিট করার সুযোগ দেওয়া হোক। কারণ কমেন্ট যদি কেউ এডিট করতে পারে , তাহলে সেই এডিটেড কমেন্ট কে আনলাইক করার অপশনও থাকা উচিত। আমি এই থ্রেডেই দেখলাম একজন একটা পজিটিভ কমেন্ট করেছিল তাতে আমি লাইক প্রদান করেছি, পরে দেখলাম সেই ব্যক্তিটি কমেন্ট এডিট করে আমার সমালোচনা করেছে , ফোরাম এবং সকলের সম্পর্কে অনেক নেগেটিভ কথা লিখেছে। কিন্তু আমি আমার লাইক কে আনলাইক করতে পাচ্ছিনা। এবার বলবেন তাহলে কমেন্ট রিপোর্ট করে দিন। কথাটা হচ্ছে অমি সমালোচনা গ্রহণ করতে ভালোবাসি। সমালোচনা মানুষকে আরো সমৃদ্ধ করে। তাই কেউ সমালোচনা করার জন্য আমি তার কমেন্ট-কে রিপোর্ট করবো না। এটা আমার ধর্মে বাঁধে। কিন্তু সেই কমেন্টকে আনলাইক করার অধিকার তো সবার থাকা উচিত। কেউ আমাকে বাজে বলছে আর আমি তার কমেন্টে লাইক করেছি এটা দেখতে কেমন লাগে ! তাই না ??