29-01-2023, 10:46 PM
(29-01-2023, 12:12 PM)Helow Wrote: দারুন লেখা হচ্ছে।
তবে লিখার গতি আরেকটু বাড়ালে ভালো লাগতো
ধন্যবাদ। লেখার গতি বলতে কি আপডেট সংখ্যা নাকি গল্পে ঘটনার গতি বুঝাচ্ছেন? আপডেট সংখ্যা বাড়ানোর চেষ্টা করব তবে বুঝেন তো সব কাজ সামলিয়ে আলাদা করে লেখালেখি করা একটু সময় সাপেক্ষ। আর নতুন লিখছি বলে অনেক সময় লাগে, একবার লিখে আবার কাটি ঠিক হল কিনা এই ভেবে। তাই অন্য লেখকদের থেকে সময় বেশি লাগছে। আর গল্পের গতির ব্যাপারে যদি বলেন, গল্পের গতি বাড়বে সময় মত। এখন গল্পে প্রত্যেক টা চরিত্রের অবস্থান, মানসিকতা কে ভালভাবে তুলে ধরার চেষ্টা করছি যাতে পরে মনে না হয় গল্পের প্লট অবাস্তব। খালি এই কারণে অনেক ভাল শুরুর পরেও পাঠক হিসেবে অনেক লেখায় আগ্রহ হারিয়ে ফেলেছি। এই সাইটের লেখার ব্যাপারে আমার মত হল ইরোটিকা এমন একটা শিল্প যেখানে ঘটনার প্রবাহে যৌনতা আসবে। তাই আমি এই গল্পে ঘটনা প্রবাহ কে যতটা সম্ভব ভাল করার চেষ্টা করছি। দেখা যাক।