29-01-2023, 09:57 PM
(28-01-2023, 11:32 PM)Manali Basu Wrote: আমার এই গল্পটা কোনরকমেই underage content নয়। এখানে পরী নামক বাচ্চা মেয়েটা কে কোনোভাবে কোনো যৌন কাজে লিপ্ত হতে দেখা যায়নি , আর না ভবিষ্যতে দেখা যাবে। পরীর এখানে কোনো যৌন হয়রানি হয়নি। ওর সরলতার সুযোগ নিয়ে ওর মা নিজের কাজ চালিয়ে গেছিলো শুধু। এখানে পরী কিচ্ছু বুঝতে পায়নি যে ওর সামনে আসলে ঠিক ঘটেছে। তাই পরীকে কোনোরকমের সেক্সউয়াল এনকাউন্টারের মধ্যে ইনভল্ভ করাই হয়নি। তাও এই পর্বটাকে রিপোর্ট করে দেওয়া হলো।
আমার গল্পের পপুলারিটি যদি কারোর চক্ষুশূল হয়ে যায় তাহলে আমার সত্যি কিছু বলার নেই। পূর্বেও দেখা গেছে আমার গল্পে ইচ্ছাকৃতভাবে কম রেটিং দিয়ে দিয়ে সেটাকে ৪ ষ্টার থেকে ৩ ষ্টার গল্পের ক্যাটেগরিতে নামিয়ে আনা হয়েছে।
এরকম একটা অসুস্থ পরিবেশে আমার পক্ষে গল্প চালিয়ে নিয়ে যাওয়া আর সম্ভব নয়। আপনারা সবাই ভালো থাকবেন। এতোদিন আমার পাশে থাকার জন্য আমার সকল পাঠকগণদের অনেক অনেক ধন্যবাদ।
Apologies. I can see where the issue is. A child is made to watch sexual activities in your story. This is a black and white sexual abuse of children. I am imagining that the moderators hence took a very justified action.