26-01-2023, 10:10 AM
(26-01-2023, 09:46 AM)buddy12 Wrote: পিনুরাম দাদার মতো লেখকদের অনুরোধ করার মত পরিবেশ বা পরিস্থিতি কোনওটাই নেই।
একমাত্র কামদেব দাদাই পরমহংসের মতো কাদা নোংরা সব কিছু, ডানা ঝাপটে ঝেড়ে ফেলে এগিয়ে চলেছেন।
লাইক ও রেপু দিলাম।
খুঁজতে খুঁজতে এই সাইটে বছর দুই আগে এসেছিলামই কামদেব ও পিনুরাম দাদার সন্ধানে। পিনুদা লেখার জগৎ থেকে বিদায় নিয়েছেন। কামদেব দাদা তার লেখনী শক্তিকে ধরে রেখেছেন তার পাঠকের কথা চিন্তা করে সেজন্যে তাকে সেলুট জানাই। লেখনীর এক দিকপাল তিনি, আশা করি যে শত প্রতিকূলতার ভেতরেও তিনি আপন মহিমায় এগিয়ে যাবেন।