25-01-2023, 01:56 PM
(22-01-2023, 09:42 PM)Kochabas Wrote: সাধারনত,,! আমি এখানে কমেন্ট করি না কোন সময়, নিজের পেজ ছাড়া ৷ তবে আপনার লিখুনীর প্রংশসা করতেই এই কমেন্ট করা ৷ এক কথায় দারুন লিখছেন ৷ গল্পের প্লট অসাধারন ৷ সেই সাথে লেখার হাত যথেষ্ট হাই লেভেলের ৷
ধৈর্যসহকারে লিখুন ৷ তাড়াহুড়া করার দরকার নেই ৷ আশা করি এই সাইটের গুনী একজন লেখক হবেন ৷
ধন্যবাদ
আপনার এই কমেন্টটা যে কতটা উৎসাহ দিয়েছে বলে বুঝাতে পারব না। লেখায় তেমন কোন মন্তব্য, লাইক রেপু পাচ্ছি না দেখে লেখার মান নিয়ে সন্দিহান হয়ে পড়েছিলাম। আপনার এই মন্তব্য সেই সময় খুব আশা যুগিয়েছে। নতুন লেখক হিসেবে সংশয়ে থাকি সেখানে আপনার মন্তব্য লেখার রসদ যুগিয়েছে।