06-01-2023, 08:15 PM
(06-01-2023, 07:02 PM)Boti babu Wrote: এবার কিছু কথা কাবেরীর উপর আমার কাছে কাবেরী হলো প্রকৃত ব্যভিচারিণী। জানি অনেকের কাছে কথাটা বিষের মত লাগবে তবু কথাটা বলছি ওর একটা হাসি খুশি পরিবার ছিল নিজেও বলতে গেলে বনেদি ঘরের উচ্চ শিক্ষিত মেয়ে ছিল। ভুল ঠিক বুঝার মত মন মানসিকতার পরিপূর্ণ মহিলা। মানে কোনও কিছুর অভাব বোধ ছিল না শুধু যা একটু স্বামীর সাথে যৌনতাটা কম ছিল । হয়তো কাবেরীর স্বামীর বুধনের মত শারীরিক ক্ষমতা কোন দিন হবেই না । তারপরেও কাবেরীর স্বামীর জন্য সত্যিই খুব খারাপ লাগে যদি তাদের ভেতর ভালোবাসা না থাকতো তাহলে এতোগুলো বছর সংসার দুই ছেলে হলো কি ভাবে । গল্পতো সমাজের আইনা আমাদের আশেপাশে এমন অনেক কাবেরী আছে আমার নিজের চোখে অনেক কাবেরীকে দেখেছি তখন খুব আনন্দ হতো এই কাবেরীদের সাথে অবৈধ বন্ধুত্ব করে। কিন্তু আজকে যখন কোনটা ঠিক কোনটা ভুল বুঝার বয়স হয়েছে তখন ঐ কাবেরীদের দেখলে কষ্ট হয় যারা নিজেদের শরীরের ক্ষণিকের ক্ষুধা মেটানোর জন্য নিজের অধোপতনের সাথে সুন্দর সুস্থ পরিবার ধংস করে দিয়েছে। সমাজ এই সব কাবেরীদের কি বলে জানি না কিন্তু আমার চোখে এরা শুধুমাত্র একজন ব্যভিচারিণী।আমি একমত নই। কাবেরী প্রতিবাদিনী। অরুনাভর এতদিনের প্রতিদিনের উগরানো শ্লেষ সে এতদিন নিঃশব্দে হজম করে এসেছে। নিজের দায়িত্ব পালন করে এসেছে। এবারে সে খুঁজে পেয়েছে স্বাধীন আকাশ। উড়ুক পাখি। উড়ুক উন্মুক্ত আকাশে। অপমানহীন নির্বিষ বাতাসে নিঃশ্বাস নিক।