06-01-2023, 02:41 AM
(06-01-2023, 12:37 AM)Henry Wrote:সেরা! হেনরি বস, আপনি অন্য লেভেলের। দুর্দান্ত আপডেট।
মৃদু কোন করে দরজাটা খুলল কাবেরী।
মাত্র এক পলক চোখ বুলালাম। এখনো পড়া শুরু করিনি। দ্রুত চোখ বুলিয়েই আগে মন্তব্য করে নিলাম। এখন পড়তে বসবো।
এবারের ছবিগুলা অসাধারণ, আপনার লেখার হাত যেমন, ছবির হাতও তেমনি পাকা। বিশেষ করে এই ছবিটা। ক্যামেরায় হাই রেজুলেশনে তুলা ছবিও এতোটা আকর্ষণীয়, প্রানবন্ত হয় না। কল্পনায় আমরা কাবেরীকে যেমন ভেবেছিলাম ঠিক তেমনই এঁকেছেন।
অনেকদিন পর আপডেট পেয়ে মন ভরে গেলো। বাকী কথা পরে হবে, আগে পড়ে নিই।