25-12-2022, 10:46 PM
বড়দিনের সময় , বুঝতেই পারছেন একটু ব্যস্ত হয়ে পড়েছি। আমার তরফ থেকে আমার সকল পাঠকগণ দের বড়দিনের অনেক অনেক শুভেচ্ছা। একটু বেড়িয়েছিলাম ঘুরতে , তাই এখনো পরবর্তী পর্ব লিখে উঠতে পারিনি। রাতের বেলা ক্লান্ত হয়ে না পড়লে ইচ্ছে আছে একাদশ পর্বটির লেখা শুরু করার। যদি আজকে আপডেট না দিতে পারি তাহলে নিজ গুণে নিজের মনে করে ক্ষমা করে দেবেন প্লিস। বুঝতেই পারছেন একাদশ পর্ব জমজমাটি হতে চলেছে , তাই একটু ধৈর্য নিয়ে লিখতে হবে।