Thread Rating:
  • 120 Vote(s) - 2.98 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
Adultery ক্যান্সার আক্রান্ত স্বামীর স্ত্রীয়ের পরকীয়া
(22-12-2022, 02:19 AM)Manali Basu Wrote: পর্ব ৮

অরুণের আর ভালো লাগছিলো না ডাইনিং রম থেকে বসে বসে ওদের একসাথে সংসারের কাজ করতে দেখে। তার নিজেকে বড্ড বেশি একজন তৃতীয় ব্যক্তি হিসেবে মনে হচ্ছিলো। তাই সে তখন উঠে নিজের ঘরে চলে গেলো। ঘরে গিয়ে সে পরীকে ঘুম থেকে তুলতে লাগলো। রোজ এই কাজটা মনীষা করে থাকে আজ না হয়ে সে করলো। এমনিতেও এখন মনীষার কাজে রবি অনেক নাক গলাচ্ছে তাহলে সেই বা কেন পিছিয়ে থাকবে। রবিকে মনে মনে অরুণ শেষমেশ নিজের প্রতিযোগী মানতে শুরু করে দেবে সেটা কল্পনাতীত ছিল।

যেমন ভাবনা , তেমন কাজ। অরুণ পরীকে ঘুম থেকে তুললো। ততক্ষণে মনীষা খাবার রেডি করে নিয়ে এসছে অরুণের ঘরে। সে অরুণকে খাবার দিলো। তারপর চুপচাপ পরীকে নিয়ে চলে গেলো ওর মুখ হাত ধোয়াতে। মনীষা ঠিকমতো কথাও বললো না ! এতো তাড়া ওর ? আমি কি ওর জীবনে এখন বোঝা হয়েগেছি ? অরুণের এটা ভেবে খুব খারাপ লাগলো।

দুপুরে খাওয়া দাওয়ার পর রবি পরীকে নিয়ে নিজের ঘরে খেলা করছিলো। মনীষা ও রবি শুধু রাতের বেলা একসাথে থাকে। বাকি সময়টা তাদের মধ্যে একটা অঘোষিত লাইন অফ কন্ট্রোল রেখা বজায় থাকে , যার নাম অরুণ রায়। মনীষা ওয়াশিং মেশিন থেকে কাচা জামা কাপড় গুলো তুলে নিয়ে এনে ব্যালকনিতে মেল ছিলো। অরুণ সকাল থেকে সুযোগ খুঁজছিলো মনীষাকে একা পাওয়ার। সেই সুযোগটা তখন সে পেয়ে যায়। অরুণ ব্যালকনিতে গিয়ে পেছন থেকে মনীষার হাতটা চেপে ধরলো। মনীষা চমকে উঠলো , পিছন ফিরে দেখলো অরুণ দাঁড়িয়ে। অরুণ ওকে টেনে নিয়ে গিয়ে নিজের ঘরে নিয়ে এলো।

- "অরুণ , কি করছো কি ? ছাড়ো আমার হাতটা ! আমাকে এভাবে টানতে টানতে কেন নিয়ে এলে? ব্যালকনিতে এতো ভেজা জামা কাপড় পড়ে আছে , সেগুলো মেলতে হবে তো ! "

- "ওসব পরে করবে , আগে তুমি আমার কথা শোনো।"

অরুণ কে খুব ডেসপারেট দেখাচ্ছিল। 

- "কি কথা ? "

"আমি তোমাকে চাই ......", এই বলে অরুণ মনীষাকে জড়িয়ে ধরলো। মনীষা হতচকিত হয়ে গেলো। সে সঙ্গে সঙ্গে অরুণের কাছ থেকে নিজেকে ছাড়িয়ে বললো , "তুমি কি পাগল হয়ে গেলে ?? এসব কি করছো তুমি ??"

- "কেন মনীষা ? তুমি এরকম করছো কেন ? আমি তোমার স্বামী , সত্যিকারের স্বামী !"

- "তাই ?? তাহলে তোমার মতে আমার নকল স্বামী কে ? রবি ?"

অরুণ অতো না ভেবে বলে ফেললো , "হ্যাঁ , রবিই। ও একটা সাজানো স্বামী , আমিই তোমার জীবনের আসল পুরুষ। "

অরুণের কথা শুনে তিতিবিরক্ত হয়ে মনীষা বললো , "তুমি কি ভাবো আমাকে ? তোমার খেলনার পুতুল ? যখন চাইবে দূরে ঠেলে দেবে , যখন চাইবে কাছে টেনে নেবে ?"

- "নাহঃ মনীষা আমি সেরকম ভাবিনা। আমি তোমাকে ভালোবাসি। ভালোবাসি বলেই তোমার আবার বিয়ে দিয়েছিলাম, তোমার সুখের কথা ভেবে। আজ যখন বুঝতে পারছি তুমি সুখে নেই , রবিকে তুমি মেনে নিতে পারছো না , তখন তাই তোমাকে আবার নিজের কাছে ফিরিয়ে আনতে চাইছি। "

- "একটা সত্যি কথা বলবে অরুণ ?"

- "একটা নয় হাজারটা বলবো , তুমি জিজ্ঞেস করে তো দেখো। ......"

- "তুমি আর কত পরীক্ষা নেবে আমার ? যখন তুমি আমাকে ডিভোর্স দিয়ে বাধ্য করালে রবিকে বিয়ে করতে তখনো তুমি একবারও আমার কথা শোনোনি। নিজের সিদ্ধান্ত আমার উপর চাপিয়ে দিয়েছিলে। আজকেও তুমি আমার মতামত জানার বিন্দুমাত্র প্রচেষ্টা করছো না ! দেখে আমি অবাক হচ্ছি !!"

- "আমি তো এখন জানি তোমার কি মত। তুমি রবির সাথে থাকতে চাওনা। আমি সেদিন ভুল ছিলাম মনীষা, কিন্তু আজ তো আমি ঠিক।"

- "সেদিনের মতো আজকেও তুমি ভুল অরুণ। ...."

- "মানে ??"

- "মানে সেদিন আমি তোমাকে ছেড়ে রবিকে বিয়ে করতে চাইনি , কিন্তু তুমি আমার কোনো কথা শোনোনি। আর আজ যখন আমি আমার এই পোড়া কপালটা কে মেনে নেওয়ার চেষ্টা করছি তুমি আবার আমাকে এক অগ্নিপরীক্ষার সামনে ঠেলে দিচ্ছো। "

- "সেই অগ্নিপরীক্ষাটা যাতে তোমাকে আর না দিতে হয় , তাই জন্যই তো তোমাকে ফিরিয়ে আনার চেষ্টা করছি আবার। "

- "তুমি ভুল বুঝছো অরুণ , অগ্নিপরীক্ষাটা আমায় রবিকে দিতে হচ্ছেনা , তোমাকে দিতে হচ্ছে এখন। তুমিই নিচ্ছো অগ্নিপরীক্ষা আমার।"

- "তোমার কথার মানে তো আমি কিছুই বুঝতে পারছি না মনীষা ! তুমি এক্সাক্টলি কি মিন করতে চাইছো মনীষা ?? প্লিস খুলে বলো আমায়। "

- "দেখো অরুণ , তুমি আর আমি দুজনেই এই কঠিন সত্যটা এখন জানি যে তুমি আর কয়েকদিনের অতিথি মাত্র। তারপর ?? তোমার যাওয়ার পর আমার কি হবে ? সর্বোপরি আমাদের মেয়েটার কি হবে ? আজ যদি আমি রবিকে ছেড়ে আবার তোমার কাছে চলে আসি , তাহলে রবির উপর দিয়ে কি যাবে ? ও কি ভাববে ? তুমি চলে যাওয়ার পর তখন তো রবি অভিমান করে আমার ও পরীর থেকে মুখ ফিরিয়ে নিতেই পারে। রবি আমার থেকে কিছু এক্সপেক্ট করেনা , কিন্তু আমি বুঝি ও আমাকে ভালোবাসতে শুরু করেছে। ভালো না বাসলে শুধুমাত্র তোমার সাথে ওর বন্ধুত্বের টানে ও নিজের জীবনের এতো বড়ো স্যাক্রিফাইস করতো না অরুণ, সেটা মেয়ে হয়ে আমি বুঝতে পারি। "

- "কিসের স্যাক্রিফাইস ? কি স্যাক্রিফাইস করেছে ও তোমার জন্য ?"

- "ওর চাহিদা। হ্যাঁ অরুণ , আমি ঠিক বলছি। ওর সাথে বিয়ের পর থেকে আমি এখনো অবধি ওকে শুধু রিফিউস করে এসছি। ও তাও সবকিছু মেনে নিয়েছে। তোমার কথায় পরশু রাতে যখন ও আমাকে স্পর্শ করতে এসছিল , তখন আমি ওকে যা নয় তাই বলে অপমান করেছি , সেটাও ও মুখ বুজে সহ্য করে নিয়েছে। "

"মনীষা , তুমি তাহলে জানো যে আমিই ...... " , অরুণের কথা আটকে গেলো। সে যে বুঝতে পেরেছিলো সে মনীষার কাছে ধরা পড়ে গ্যাছে। মনীষাও তখন দৃপ্ত কণ্ঠে বললো , "হ্যাঁ আমি জানি অরুণ , যে এই ঘৃণ্য কাজের জন্য রবিকে প্রশ্রয় তুমিই দিয়েছিলে। সেদিন তোমার খাবার তোমার এই ঘরে নিয়ে আসতে গিয়ে বাইরে থেকে আমি তোমার আর রবির মধ্যেকার কথা শুনে ফেলেছিলাম। তারপর বুঝলাম আমি তো মিছি মিছি রবিকে ভুল বুঝছিলাম , আসল কলকাঠি টা তো তুমিই নেড়েছিলে, তাই নয় কি মিস্টার অরুণ রায় ?? "

অরুণ ভয় পেয়ে মনীষার সামনে ক্ষমা ভিক্ষা করতে লাগলো , লিট্রিয়ালি পায়ে পড়ে কাকুতি মিনতি করতে লাগলো। মনীষা তখন অরুণ কে প্রথমে কিছুটা স্বাভাবিক হতে বললো। কারণ এখন আর মনীষার অভিমান বা রাগ কোনোটাই হয়না অরুণের উপর। এই জন্য নয় যে অরুণের প্রতি তার ভালোবাসার এখন কিছুটা কমতি পড়েছে , রবি সেখানে ভাগ বসিয়েছে। নাহঃ , সেরকম কিছু নয়। আসলে মনীষা এখন আগের থেকে অনেক শক্ত হয়ে গ্যাছে। সে নিজের ভবিতব্যটা কে শক্ত মনে মেনে নিয়েছে। তাই সে মৃত্যুপথযাত্রী এক মানুষের উপর কোনো রাগ বা অভিমান দেখাতে চাইছিলো না। তার শুধু করুণা হচ্ছিলো , যেটা হওয়াটাই স্বাভাবিক। তবুও মনীষা থাকতে না পেরে নিজের কথার বাঁন নিক্ষেপ করলো অরুণের দিকে , "এরপরও তুমি আশা করছো আমি তোমার কাছে আবার ফিরে আসবো ? কোন মুখে বলো সেটা মিস্টার রায়। "

- "আমার মাথার ঠিক ছিলোনা তখন , তাই আমি রবিকে এধরণের আলটপকা উপদেশ দিয়ে ফেলেছিলাম। কিন্তু বিশ্বাস করো , যা বলেছিলাম বা ভেবেছিলাম তা শুধু তোমার সুখের কথা ভেবে , তোমার ভালো চেয়ে। .."

- "তাহলে এখনো সেটাই চাও , আমাকে সুখে থাকতে দাও , ভালো থাকতে দাও ............... রবির সাথে। "

মনীষা তার নিজের কথার মাঝখানে একটা লম্বা বিরতি নিয়ে অবশেষে রবির নামটা বললো। এটা শুনে যেন অরুণের পায়ের নিচ দিয়ে জমি সড়ে গেলো এবং মাথার উপরে বাজ পড়লো। অরুণ এর উত্তরে কি বলবে বুঝে পাচ্ছিলো না। অরুণের এই করুণ অবস্থা দেখে মনীষা অরুণকে বোঝানোর চেষ্টা করলো তার কথার অন্তর্নিহিত অর্থ।

- "দেখো অরুণ , আমি অনেক ভেবেছি। ভাবার পর এই সিদ্ধান্তে এসছি। তুমিই ঠিক ছিলে। সত্যিই তো , তোমার অবর্তমানে আমাদের কি হবে ? আমার মতো অবলা নারীকে তো সমাজ চিলে শকুনের মতো ছিঁড়ে খাবে। আমার , বিশেষ করে আমার মেয়ের তো একটা শেল্টার দরকার। সে তার পিতার অবর্তমানে পিতৃ পরিচয় নিয়ে হয়তো বাঁচতে পারবে , কিন্তু পিতৃসম ভরসা কোথা থেকে পাবে ? যখন তার মা নিজেও আশ্রয়হীন একজন মহিলা , যার নিজস্ব কোনো চাকরি-বাকরি নেই , বাড়ির লোকেদের সাথে সুসম্পর্ক নেই। আমি আমার মেয়ে কে নিয়ে কোথায় গিয়ে উঠবো ? "

"কিন্তু রবি তো বলেছে , সেই আশ্রয়টা সে প্রদান করবে !" , ভগ্ন হৃদয়ে ভঙ্গুর গলায় কোনোমতে আওয়াজ বার করে অরুণ বলে উঠলো।

- "আমি জানি , কিন্তু কি বলতো , প্রতিটা মানুষের একটা ধৈর্যের সীমা থাকে , সেটা পেরিয়ে গেলে সে মানুষটা একটা বাঁধ ভাঙা নদীর মতো হয়ে যায়। নিজের সাথে সাথে সবাইকে ডুবিয়ে নিয়ে চলে যায়। আমি রবিকে বলেছি ঠিকই যে আমি অনুমতি না দিলে রবি যেন আমাকে স্পর্শ না করে , ও কথাও দিয়েছে করবে না স্পর্শ। কিন্তু আমিই বা কতোদিন ওকে অনুমতি না দিয়ে থাকতে পারবো বলো তো। আমার কাছ থেকে বারংবার প্রত্যাখ্যান পেতে পেতে ও যদি হাঁফিয়ে ওঠে ? ওর যদি এই সম্পর্কটা তে দমবন্ধ হয়ে আসে , চায় মুক্ত হতে , তখন ? আমি তো ওকে এই ধরণের অন্যায় শর্ত দিয়ে বেঁধে রাখতে পারিনা। তুমিই বলো না ওর কি দোষ ? ও কেন বৈবাহিক সম্পর্কের সবধরণের সুখ থেকে বঞ্চিত হবে ? ছেলে হিসেবে ও যথেষ্ট যোগ্য যেকোনো মেয়ের ভালোবাসা পাওয়ার। তাহলে তাকে কেন আমি বঞ্চিত করে রাখবো , তুমি বলতে পারো অরুণ ? একবার বিষয়টা ম্যাচিউরড্লী ভাবে ভেবে দেখো। "

মনীষার কথা শুনে অরুণ বিছানায় বসে পড়লো , তারপর ওকে জিজ্ঞেস করলো , "তাহলে তুমি কি চাও মনীষা ?"

মনীষা তখন অরুণের মাথায় হাত বুলিয়ে বললো , "লক্ষীটি সোনা , আমায় প্লিস তুমি ভুল বুঝোনা। এবার আমি তোমাকে বলছি একটু বাস্তব দিকটা ভেবে দেখো। আমি যদি ওকে ছেড়ে এখন তোমার কাছে আসি , ও অপমানিত বোধ করবে না ? মুখে হয়তো কিছু বলবে না কিন্তু ওর মনে তো একটা দাগ কেটে যাবে সারাজীবনের জন্য ? আমি না মানলেও সে যে আমাকে নিজের স্ত্রী মানতে শুরু করে দিয়েছে। আর তুমি চলে যাওয়ার পর আমাকে তো আমার মেয়েকে নিয়ে ওর সাথেই থাকতে হবে , অন্য যে কোনো উপায় নেই আর। তাছাড়া ও তো কোনো ফেলনা নয়। আমাদের দিক থেকে যখন গোটা সমাজ মুখ ফিরিয়ে নিয়েছিল তখন ওই আমাদের পাশে এসে দাঁড়িয়েছিল। এবার আমাদেরও উচিত ওকে ওর প্রাপ্যটা বুঝিয়ে দেওয়ার। "

- "প্রাপ্য ! কি প্রাপ্য ?"

- "তুমি যে তোমার এই সবচেয়ে প্রিয় উপহারটা (মনীষা) ওকে দিয়েছো সেটা কে আর ফিরিয়ে নিয়ো না। এই উপহারটা (মনীষা) যে এখন ওরই প্রাপ্য। না পেলে যে ওর খুব কষ্ট হবে। "

- "আর আমার কষ্টটা ? সেটার কি হবে ?"

- "তোমার কষ্টটা লাঘবের জন্য আমাকে কি প্রায়শ্চিত্ত করতে হবে , সেটা বলো। "

"আমার সাথে থাকতে হবে ", মনীষার হাতটা চেপে ধরে অরুণ বললো।

- "বাচ্চা ছেলের মতো জেদ করেনা অরুণ। তুমি তোমার পুতুলটা-কে (মনীষাকে) তোমার বন্ধুকে দিয়ে দিয়েছো। কাউকে দেওয়া জিনিস কি কখনো ফিরিয়ে নিতে আছে ?"

অরুণ বেশ কিছুক্ষণ চুপ করে রইলো , তারপর সে যা বললো তার প্রভাব মনীষার উপর হিরোশিমা নাগাসাকির পরমাণুর বিস্ফোরণের থেকেও বেশি ভয়ঙ্কর ছিলো।

অরুণ বললো , "বেশ , ঠিক আছে মনীষা। আমি তোমার কথা মেনে নিলাম। আমি আর এই পুতুলটা-কে রবির কাছ থেকে ফিরিয়ে নেবো না। কিন্তু আমার একটা শর্ত আছে তাহলে ?"

- "কি শর্ত ? বলো ....."

- "আমি দেখতে চাই রবি এই পুতুলটার কতোটা যত্ন নিতে পারে। কতোটা ভালোবাসতে পারে , সেটা নিজের চোখে সাক্ষী থাকতে চাই। "

- "মানে ?"

- "মানে তোমাকে যদি রবির কাছে সমর্পিত হতেই হয় , সেটা তাহলে আজ থেকেই হতে হবে। আমি মারা যাওয়ার আগে তোমাকে রবির সন্তানের মা হতে দেখে যেতে চাই। তাহলে কেউ তোমার চরিত্রের দিকে কোনো দাগ লাগাতে পারবে না। সবাই ভাববে সন্তানটা আমার , মারা যাওয়ার আগে আমি আরো একবার বাবা হয়েছি। তোমার আর রবির বিয়েটা তো আমি অনেক গোপনে দিয়েছি। তাই বাইরের জগতে সবাই জানে তুমি এখনো আমারই পুতুল , মানে স্ত্রী। ইভেন আমাদের মেয়েটাও তাই জানে। আর মেয়েটা এটাও জানবে যে তার ভাই বা বোন যেই আসুক না কেন সেটা তার নিজের , সৎ ভাই বোন নয়। নাহলে বড়ো হয়ে অনেক কমপ্লিকেশন্স আসতে পারে পরী আর ওর ভাই বা বোনের মধ্যে। এদিকে রবিও সারাজীবন তোমার প্রতি দায়বদ্ধ থাকবে কারণ তুমি হবে ওর সন্তানের মা। তাই সে চাইলেও নিজের দায়িত্বটা-কে কোনোদিন অস্বীকার করতে পারবে না। "

অরুণের হয়েছিল এখন বিনাশকালে বিপরীত বুদ্ধি। অরুণের কথা শুনে মনীষা পুরোপুরিভাবে কিংকর্তব্যবিমূঢ় হয়ে পড়েছিল। অরুণের অকাট্য যুক্তির সামনে সে কিছু বলতেও পারছিলো না। কারণ টেকনিক্যালি অরুণ তখন যা যা বলছিলো তা সবই যুক্তিসম্মত। কিন্তু মনীষা যে এখুনি এইসবের জন্য তৈরী ছিলোনা। তবুও ফের একবার সে অরুণের কাছে হার মেনে অরুণের চাপে পড়ে বলতে বাধ্য হলো যে সে অরুণের এই প্রস্তাবটা ভেবে দেখবে। কিন্তু মনীষার কাছে হাতে এখন অনেক কম সময় ছিলো। সিদ্ধান্ত তাকে আজ রাতের মধ্যেই নিতে হবে।

One request if possible kindly post this amazing story with pics and animations describing moments of situations happenings around the story so that reader get the better picture.
[+] 3 users Like Chickfry's post
Like Reply


Messages In This Thread
RE: ক্যান্সার আক্রান্ত স্বামীর স্ত্রীয়ের পরকীয়া - by Chickfry - 22-12-2022, 05:03 PM



Users browsing this thread: 87 Guest(s)