10-12-2022, 03:01 PM
রেবেকার সাথে গল্প করতে আমারও খুব ভাল লাগতো। দুজনে মনের দিক থেকে কাছাকাছি এলেও রেবেকা কখনোই আমাদের দুজনের শরীরের মাঝের দূরত্ব কমাতে চায়নি। আমিও ওর শরীর ছোঁয়ার সাহস করিনি। এভাবেই প্রায় ৭/৮ মাস কেটে গেল। শেষ পর্যন্ত আমরা দুজনেই বুঝতে পারলাম যে রেবেকার পক্ষে এসএসসি পাশ করা অসম্ভব। কিন্তু নিয়মিত চিঠিতে রাকিব আমাকে লিখত, যে করেই হোক রেবেকাকে এসএসসি পাশ করাতেই হবে, এর কোন বিকল্প নেই। কিন্তু রেবেকার দীর্ঘদিন পড়াশুনা বন্ধ থাকার ফলে ওর মুখস্ত করার ক্ষমতা নষ্ট হয়ে গিয়েছিল। পড়া কিছুতেই মনে রাখতে পারছিল না। অবশেষে আমি বাধ্য হয়ে রাকিবকে সব জানিয়ে চিঠি লিখলাম। রাকিব আমাকে যে কোন মূল্যে বা উপায়ে রেবেকাকে পাশ করানোর ব্যবস্থা করতে বললো। পরে একান্ত বাধ্য হয়ে কেবল রেবেকার ভবিষ্যতের কথা ভেবে আমি আমার নীতি বিসর্জন দিলাম। কারন নকল করা ছাড়া রেবেকার উত্তরনের আর কোন পথ নেই। আমি রাকিবকে সেকথা জানালে রাকিব আমাকে ব্যবস্থা করতে বললো।
তখন দেশের বেশ কয়েকটা প্রত্যন্ত এলাকার পরীক্ষা কেন্দ্রে অতিরিক্ত টাকার বিনিময়ে দেদারসে নকল করে পরীক্ষা দেয়ার সুযোগ দেয়া হতো। আমি এমনই একটা কলেজের সাথে যোগাযোগ করলাম (যেহেতু বর্তমানে দেশে নকলবিহীন পরিবেশে পরীক্ষা পদ্ধতি চলছে, সঙ্গত কারণেই কলেজের নাম ও স্থান গোপন রাখা হলো)। সেই মোতাবেক রাকিবকে সব জানালাম যে, রেবেকাকে প্রথমে ঐ কলেজে বিগত বছরের পুরো বেতন দিয়ে ভর্তি করাতে হবে এবং বোর্ডে টাকা খাইয়ে রেজিস্ট্রেশন করাতে হবে। রাকিব জানালো যে টাকাপয়সা খরচে ওর কোন সমস্যা নেই, তবে ও নিজে এসব করার জন্য আসতে পারবে না, যা করার আমাকেই করতে হবে। আমি আবারো কলেজে যোগাযোগ করলাম এবং কলেজ থেকে অতিসত্বর আমাদের যেতে বললো। আমি যেদিন কলেজ থেকে চিঠিটা পেলাম সেদিন ছিল বুধবার, পরদিনই ছিল রেজিস্ট্রেশনের শেষ দিন। সুতরাং যেমন করেই হোক বৃহষ্পতিবারের মধ্যে রেবেকাকে নিয়ে আমাকে কলেজে পৌঁছাতেই হবে।
আমি রেবেকাকে সাথে নিয়ে খুব ভোরে বগুড়া থেকে রওনা হলাম। আমাদের প্রথম গন্তব্য ছিল ট্রেনে করে জেলা শহরে কাছাকাছি একটা স্টেশন। সেখান থেকে আবার ছোট বাসে করে সেই কলেজের গন্তব্যে যেতে হবে। আমরা দুপুরের দিকে ট্রেন থেকে নামলাম। ওখানে একটা লক্করঝক্কর মার্কা অতি পুরনো একটা বাস দাঁড়ানো ছিল। ওদিকে ট্রেন ছেড়ে দিতেই বাসও ছাড়লো। বুঝতে পারলাম ট্রেনে আসা যাত্রীরাই এই বাসে যাতায়াত করে, তাছাড়া অন্য কোনভাবে এদিকে আসা যায় না। বাস ইট বিছানো এবড়োখেবড়ো হেরিংবোন রাস্তায় হেলেদুলে চলতে লাগলো। ভয় হলো আমরা ঠিকঠাক সময় মতো পৌঁছাতে পারবো কিনা। যা হোক কয়েক মাইল যাওয়ার পর রাস্তা ভাল পাওয়া গেল, বাসও একটু দ্রুত ছুটতে লাগলো। রেবেকা আমার সাথে ট্রেনের সিটে বেশ দূরত্ব রেখে বসেছিল। বাসের সিটে গা ঘেঁষাঘেঁষি করে বসলেও এমনভাবে জড়োসড়ো হয়ে বসেছে যে ইচ্ছে থাকলেও ওর গোপন কোন অঙ্গ স্পর্শ করা সম্ভব না, আর আমি সে চেষ্টাও করবো না, রাকিব জানতে পারলে খুন করে ফেলবে।
হঠাৎ করেই দুপুরের কড়া রোদ নিভে গেল, বেশ ঠান্ডা বাতাস আসতে লাগলো বাসের জানাল দিয়ে। তাকিয়ে দেখলাম আকাশে বেশ গাঢ় কালো মেঘ জমছে। ড্রাইভারকে জিজ্ঞাসা করলাম আর কতক্ষণ লাগবে, সে বললো ঘন্টাখানিক। কিন্তু বাসের গতি দেখে আমার সেটা বিশ্বাস হচ্ছিল না। আমার ভয় হচ্ছিল যে আদৌ আমরা আজ দিনের মধ্যে পৌঁছাতে পারবো কিনা। যদি না পারি তবে তার চেয়ে খারাপ আর কিছু ভাবার থাকবে না। ঠান্ডা বাতাস আর বাসের দুলুনিতে আমি একটু ঘুমিয়ে পড়েছিলাম। হঠাৎ ঘট-ঘট-ঘট-ঘটাং করে জোরে শব্দ করে বাস থেমে গেল। আমার ঘুমও ভেঙে গেল, জিজ্ঞেস করলাম “কি হলো ভাই?” কন্ডাক্টর বলল দেখতাছি। দেখে এসে বললো, “মেস্তরী লাগবো”। বুকের মধ্যে ধরাস ধরাস করতে লাগলো। রেবকাকে বেশ নির্ভার মনে হলো, মনে হচ্ছিল আমার উপরে সব দায় দায়িত্ব দিয়ে সে পরম নিশ্চিন্তে আছে। আমি বাস থেকে নামলেও ও নামলো না। নিকটস্থ বাজার থেকে মিস্ত্রি এনে বাস ঠিক করতে প্রায় ২ ঘন্টা লেগে গেল। আমরা যখন কলেজে গিয়ে পৌঁছালাম তখন ৬টা বাজে!
কলেজ বন্ধ! আশেপাশে কেউ নেই। মাথার মধ্যে বনবন করে ঘুড়তে লাগলো। এতো কষ্ট করে শেষ পর্যন্ত এই ফলাফল! নিজের মাথার চুল টেনে টেনে ছিঁড়তে ইচ্ছে করছিল। রেবেকার মুখে কোন কথা নেই। এতক্ষনে তার মুখে শব্দ ফুটলো, দয়া করে সে বললো, “মনি ভাই, কলেজ তো বন্ধ হয়ে গেছে, এখন কি হবে?” মনে হচ্ছিল যে কোন সময় ও কেঁদে ফেলবে। কি কঠিন মেয়ে রে বাবা, ওর ভিতরে এতো দুশ্চিনআ অথব সারাটা রাস্তা একটা কথাও বলেনি। আমি ওকে অভয় দিয়ে বললাম, “ভেবো না, আমার উপরে ভরসা রাখো, একটা ব্যবস্থা আমি করবোই। রাকিবকে আমি কথা দিয়েছি, তোমাকে পাশ করাবোই....এতো সহজে তো আমি হার মানতে পারবো না”। ওর মুখ দেখে মনে হলো, ও আমার উপরে ঠিক ভরসা করতে পারছে না। বন্ধ কলেজে বোকার মতো দাঁড়িয়ে থাকার কোন মানে হয় না, আমি ওকে সাথে নিয়ে কলেজের আশেপাশের সবচেয়ে বড় বাড়িটা খুঁজে বের করলাম। তারপর ওদেরকে বললাম আমাকে কলেজের হেডমাস্টারের বাড়িটা চিনিয়ে দিতে।
তখন দেশের বেশ কয়েকটা প্রত্যন্ত এলাকার পরীক্ষা কেন্দ্রে অতিরিক্ত টাকার বিনিময়ে দেদারসে নকল করে পরীক্ষা দেয়ার সুযোগ দেয়া হতো। আমি এমনই একটা কলেজের সাথে যোগাযোগ করলাম (যেহেতু বর্তমানে দেশে নকলবিহীন পরিবেশে পরীক্ষা পদ্ধতি চলছে, সঙ্গত কারণেই কলেজের নাম ও স্থান গোপন রাখা হলো)। সেই মোতাবেক রাকিবকে সব জানালাম যে, রেবেকাকে প্রথমে ঐ কলেজে বিগত বছরের পুরো বেতন দিয়ে ভর্তি করাতে হবে এবং বোর্ডে টাকা খাইয়ে রেজিস্ট্রেশন করাতে হবে। রাকিব জানালো যে টাকাপয়সা খরচে ওর কোন সমস্যা নেই, তবে ও নিজে এসব করার জন্য আসতে পারবে না, যা করার আমাকেই করতে হবে। আমি আবারো কলেজে যোগাযোগ করলাম এবং কলেজ থেকে অতিসত্বর আমাদের যেতে বললো। আমি যেদিন কলেজ থেকে চিঠিটা পেলাম সেদিন ছিল বুধবার, পরদিনই ছিল রেজিস্ট্রেশনের শেষ দিন। সুতরাং যেমন করেই হোক বৃহষ্পতিবারের মধ্যে রেবেকাকে নিয়ে আমাকে কলেজে পৌঁছাতেই হবে।
আমি রেবেকাকে সাথে নিয়ে খুব ভোরে বগুড়া থেকে রওনা হলাম। আমাদের প্রথম গন্তব্য ছিল ট্রেনে করে জেলা শহরে কাছাকাছি একটা স্টেশন। সেখান থেকে আবার ছোট বাসে করে সেই কলেজের গন্তব্যে যেতে হবে। আমরা দুপুরের দিকে ট্রেন থেকে নামলাম। ওখানে একটা লক্করঝক্কর মার্কা অতি পুরনো একটা বাস দাঁড়ানো ছিল। ওদিকে ট্রেন ছেড়ে দিতেই বাসও ছাড়লো। বুঝতে পারলাম ট্রেনে আসা যাত্রীরাই এই বাসে যাতায়াত করে, তাছাড়া অন্য কোনভাবে এদিকে আসা যায় না। বাস ইট বিছানো এবড়োখেবড়ো হেরিংবোন রাস্তায় হেলেদুলে চলতে লাগলো। ভয় হলো আমরা ঠিকঠাক সময় মতো পৌঁছাতে পারবো কিনা। যা হোক কয়েক মাইল যাওয়ার পর রাস্তা ভাল পাওয়া গেল, বাসও একটু দ্রুত ছুটতে লাগলো। রেবেকা আমার সাথে ট্রেনের সিটে বেশ দূরত্ব রেখে বসেছিল। বাসের সিটে গা ঘেঁষাঘেঁষি করে বসলেও এমনভাবে জড়োসড়ো হয়ে বসেছে যে ইচ্ছে থাকলেও ওর গোপন কোন অঙ্গ স্পর্শ করা সম্ভব না, আর আমি সে চেষ্টাও করবো না, রাকিব জানতে পারলে খুন করে ফেলবে।
হঠাৎ করেই দুপুরের কড়া রোদ নিভে গেল, বেশ ঠান্ডা বাতাস আসতে লাগলো বাসের জানাল দিয়ে। তাকিয়ে দেখলাম আকাশে বেশ গাঢ় কালো মেঘ জমছে। ড্রাইভারকে জিজ্ঞাসা করলাম আর কতক্ষণ লাগবে, সে বললো ঘন্টাখানিক। কিন্তু বাসের গতি দেখে আমার সেটা বিশ্বাস হচ্ছিল না। আমার ভয় হচ্ছিল যে আদৌ আমরা আজ দিনের মধ্যে পৌঁছাতে পারবো কিনা। যদি না পারি তবে তার চেয়ে খারাপ আর কিছু ভাবার থাকবে না। ঠান্ডা বাতাস আর বাসের দুলুনিতে আমি একটু ঘুমিয়ে পড়েছিলাম। হঠাৎ ঘট-ঘট-ঘট-ঘটাং করে জোরে শব্দ করে বাস থেমে গেল। আমার ঘুমও ভেঙে গেল, জিজ্ঞেস করলাম “কি হলো ভাই?” কন্ডাক্টর বলল দেখতাছি। দেখে এসে বললো, “মেস্তরী লাগবো”। বুকের মধ্যে ধরাস ধরাস করতে লাগলো। রেবকাকে বেশ নির্ভার মনে হলো, মনে হচ্ছিল আমার উপরে সব দায় দায়িত্ব দিয়ে সে পরম নিশ্চিন্তে আছে। আমি বাস থেকে নামলেও ও নামলো না। নিকটস্থ বাজার থেকে মিস্ত্রি এনে বাস ঠিক করতে প্রায় ২ ঘন্টা লেগে গেল। আমরা যখন কলেজে গিয়ে পৌঁছালাম তখন ৬টা বাজে!
কলেজ বন্ধ! আশেপাশে কেউ নেই। মাথার মধ্যে বনবন করে ঘুড়তে লাগলো। এতো কষ্ট করে শেষ পর্যন্ত এই ফলাফল! নিজের মাথার চুল টেনে টেনে ছিঁড়তে ইচ্ছে করছিল। রেবেকার মুখে কোন কথা নেই। এতক্ষনে তার মুখে শব্দ ফুটলো, দয়া করে সে বললো, “মনি ভাই, কলেজ তো বন্ধ হয়ে গেছে, এখন কি হবে?” মনে হচ্ছিল যে কোন সময় ও কেঁদে ফেলবে। কি কঠিন মেয়ে রে বাবা, ওর ভিতরে এতো দুশ্চিনআ অথব সারাটা রাস্তা একটা কথাও বলেনি। আমি ওকে অভয় দিয়ে বললাম, “ভেবো না, আমার উপরে ভরসা রাখো, একটা ব্যবস্থা আমি করবোই। রাকিবকে আমি কথা দিয়েছি, তোমাকে পাশ করাবোই....এতো সহজে তো আমি হার মানতে পারবো না”। ওর মুখ দেখে মনে হলো, ও আমার উপরে ঠিক ভরসা করতে পারছে না। বন্ধ কলেজে বোকার মতো দাঁড়িয়ে থাকার কোন মানে হয় না, আমি ওকে সাথে নিয়ে কলেজের আশেপাশের সবচেয়ে বড় বাড়িটা খুঁজে বের করলাম। তারপর ওদেরকে বললাম আমাকে কলেজের হেডমাস্টারের বাড়িটা চিনিয়ে দিতে।