24-11-2022, 01:07 PM
বিয়ের পর সিদু আর আশীষ দুই জনে ঠিক করে মা মেয়েকে দিয়ে ব্যবসা করাবে ৷ সিদুর বাজারে ভালো দেনা হয়েছিল ৷ অন্য দিকে আশীষ পাকা ব্যবসাদার , সে সিদু কে বেশ কিছু টাকা ধার দেয় ৷ আর সেই টাকা মাফ করে দেয় একটাই শর্তে যে শুভ্রার সাথে তার বিয়ের ব্যবস্তা করে দিতে হবে ৷ এর আগে আশীষ দুটি মেয়ের জীবন সর্বনাশ করেছে তা জেনেও সিদু নিজেকে বাচাবার তাগিদে রেনুদেবি আর শুভ্রা কে আশিসের দিকে ঠেলে দেয় ৷ রেনু দেবীর শরীরের খিদে নিয়ে কোনো সংশয় ছিল না সিদুর ৷ কিন্তু নিজের দুঃসম্পর্কের বোন কে বেশ্যা বানাতে তাই দ্বিধা করে নি সে ৷ অন্যদিকে হিমাদ্রি ধার দেনা করে বনের বিয়ে দিয়েছিল বোনের সুখ দেখবে বলে ৷ তাই এই ত্রিশঙ্কু প্রয়োজনের জালে শুভ্রা আর রেনু আটকা পরে যায় ৷ যদি তারা হিমু কে সব কিছু খুলে বলত তাহলে হয় তাদের এমন দিন দেখতে হত না ৷ হিমু শহরে ফিরে এসেছে প্রায় ৩ মাস কেটে গেছে ৷ এদিকে রেনু দেবী আর সিদু কিসের ব্যবসা খুলেছেন দুজনে ৷ আশীষ আর সিদু মামা সেই ব্যবসা দেখাশুনা করে ৷ আশিসের পাইকারী দোকান আছে জেনে হিমু শুভ্রা কে বিয়ে দেয় আশিসের সাথে ৷ কিন্তু মাস গেলে হিমাদ্রির বাঁধা পয়সায় সংসার চলে না ৷ ভদ্রতার খাতিরে হিমু তার মা বোন কে কিছু না বললেও তাদের চলন বলন এ অনেক খরচা ৷ সিদু মামার কাছ থেকেও পয়সা চাইতে পারে না সে ৷ তাই বাধ্য হয়ে রেনু দেবী কে ঘরে ডাকে একদিন হিমু ৷
” কিছু কথা ছিল ৷” হিমু মায়ের উদ্দেশ্যে বলে ৷ ‘ বল না কি বলবি ?” রেনু দেবী শাড়ির আচল ঠিক করতে করতে হিমুর মুখের দিকে চান ৷ ” এই ভাবে সংসার চলে না , আমি মাসে মাসে মাইনের সব টাকা দিয়ে দি , আমার হাতে ১০০০ টাকাও থাকে না তুমি ব্যবসা করছ কিছু টাকা সংসারে দাও !” হিমু বলে ৷
ওমা ছেলের একি কথা ওটা কি আমার ব্যবসা , সিদু দা ব্যবসা করে আমি একটু দেখা শুনা করি বলে মাসে সিদুদা ২০০০ টাকা করে দেয় ! তার উপর শুভ্রা কেও তো একটু দেখতে হবে হাজার পরের বাড়ি গেলেও !” রেনু দেবী ঝাল দিয়ে ওঠেন ৷ ” সিদু মামা কে কিছু পয়সা দিতে বল !” হিমুও পাল্টা ঝাল দেয় ! রেনু দেবী হিমুর ঝাল দেখে ঘাবড়ে গিয়ে বলেন ” তুই নিজে বলতে পারিস না আমি কেমন করে বলি, বেচারা একা , এত কষ্ট করে শুভ্রার বিয়ে দিয়েছে ৷”
” কিছু কথা ছিল ৷” হিমু মায়ের উদ্দেশ্যে বলে ৷ ‘ বল না কি বলবি ?” রেনু দেবী শাড়ির আচল ঠিক করতে করতে হিমুর মুখের দিকে চান ৷ ” এই ভাবে সংসার চলে না , আমি মাসে মাসে মাইনের সব টাকা দিয়ে দি , আমার হাতে ১০০০ টাকাও থাকে না তুমি ব্যবসা করছ কিছু টাকা সংসারে দাও !” হিমু বলে ৷
ওমা ছেলের একি কথা ওটা কি আমার ব্যবসা , সিদু দা ব্যবসা করে আমি একটু দেখা শুনা করি বলে মাসে সিদুদা ২০০০ টাকা করে দেয় ! তার উপর শুভ্রা কেও তো একটু দেখতে হবে হাজার পরের বাড়ি গেলেও !” রেনু দেবী ঝাল দিয়ে ওঠেন ৷ ” সিদু মামা কে কিছু পয়সা দিতে বল !” হিমুও পাল্টা ঝাল দেয় ! রেনু দেবী হিমুর ঝাল দেখে ঘাবড়ে গিয়ে বলেন ” তুই নিজে বলতে পারিস না আমি কেমন করে বলি, বেচারা একা , এত কষ্ট করে শুভ্রার বিয়ে দিয়েছে ৷”