06-11-2022, 07:49 PM
(This post was last modified: 06-11-2022, 07:53 PM by PramilaAgarwal. Edited 1 time in total. Edited 1 time in total.)
(22-10-2022, 12:45 AM)Henry Wrote: যা হয়েছে আবার হোক, এই জঙ্গলের বুকে কয়েকটা নিষিদ্ধ দিন গোপনে কাটালে কে জানতে পারবে পাপের কথা? বারবার ওই মুগুর দিয়ে ক্রুদ্ধ দানবটা তাকে খুঁড়তে থাকুক। খুঁড়ে জল দিক, রোপিত হোক বীজ। এক অদ্ভুত ভালো লাগায় পাশ বালিশটা বুকে চেপে হাসল কাবেরী। অস্পষ্টভাবে বলল--জন্তু কোথাকার! কয়েকটা দিন বেড়াতে এসে তার বুধনকে দরকার। এক বুক আকাঙ্খা নিয়েই ঘুমিয়ে পড়ল সে।
কি বিশাল তার আকার!
++++++
অতিকথন হয়ে গেল বটে, ছবিতে আরও বেশি করে। তবে নারী মাত্রেই জানেন পুরুষাঙ্গের আকারের সঙ্গে কুশলতার কোনও সম্বন্ধ নেই।
এই অসংগতি যদি উপেক্ষা করি তাহলে অপূর্ব এই রচনা। অনবদ্য সৃষ্টি এ। কাবেরী বড় উপেক্ষিতা। শুধু তাইই নয় লাঞ্ছিতা। অরুণাভর কটুক্তি ও তীব্র পরিহাস তাকে দূরে ঠেলে দিয়েছে আগেই। খুঁজে পাক সে নিজের নতুন জীবন।