13-10-2022, 10:41 PM
(13-10-2022, 05:35 PM)Henry Wrote:
একজন পুরুষ অফিস যায় না, টাকার নদীতে ডুবে দিয়ে নিরুদ্দেশ না হয়ে বন্য মুসানীর স্রোতে কাছে পিঠেই থাকে সবসময়, কবিতা পড়ে না, ছবি আঁকে না। সে নিজেই শিল্পের মুর্ত প্রতীক হয়ে ওঠে। কাবেরীর ভালো লাগছে মনে ও শরীরে। চুয়াল্লিশ বসন্তের পরে তার যৌবন স্তিমিত হয়ে যায়নি, বরং আগের মতই সাবলীল, শুধু খুঁড়ে নিতে পারলেই বেরোবে অমৃত।
+++++++
আগের ছবিগুলোয় কাবেরীকে ৪৪ বছরের দেখতে লাগলেও এই ছবিটা ২৫-২৮ বছরের বলে চালান যায়। আর উপরের লাইনটা মারাত্মক!