08-10-2022, 08:17 PM
(08-10-2022, 01:04 PM)Jholokbd1999 Wrote: দাদা, ইন্ডিং টা থ্রিলার হিসেবে রাখা হয়েছে। জমেছে। তবে মনে হচ্ছে হঠাৎ-আসা জোড় করে জোড় করে থামিয়ে দেওয়া হয়েছে। গেইম শুরুর আগে দিতির মনোভাব কিছুটা বদলেছিলো, শুরুর দিকে সেখানেও কিছু আলোকপাত করা যেতো। আর শেষে কলার টা এক কলিং এই ব্রেইনওয়াশ করে দিলো? সেখানে আরেকটু গভীর করা যেতো। কলারের পরিচয় না, তবে এক কলিং এই ব্রেইন ওয়াশ হওয়া সহজ নয় সে যতই ডিপ্রেশন এ থাকুক। কেননা, খেলার শেষ অংশে দিপু মৌন শান্তি পেয়েছে ও কিছুটা প্রতিশোধ নিয়ে খেলায় মজা পেয়েছে। সেখানে হুট করেই........
এই জায়গাগুলোতে বেখাপ্পা হয়ে গেছে।
তবে অভারল ভালো ছিলো। আমি গুপ্ত পাঠক, মন্তব্য কম করি। তবে ভালো গল্পে ক্রিটিক্স অবশ্যই দেই। আপনার লিখা অবশ্যই অসাধারণ।
আরেকটি থ্রিলার হয়ে যাক- যেখানে গল্পের নায়ক সব কন্ট্রোল করবে, ডমিনেট করবে। তবে- উথান পতন তো থাকবেই। I love thriller, so waiting for the next
দারুণ কিছু পয়েন্টের কথা বলেছেন। তবে বর্তমানে অসমাপ্ত মনে হলেও এই প্রশ্নগুলোর উত্তর আগামীতে পেয়ে যাবেন। এটার সাথে সম্পর্কিত কিছু একটা ভবিষ্যতে আনার ইচ্ছা আছে। কলার, আর ব্রেইনওয়াশের বিষয়টাতে আপাতত লুপহোল রয়েছে, সেগুলোও সামাঞ্জস্য রক্ষা করা হবে তখন...