08-10-2022, 07:39 PM
জানি দাদা খুব তাড়াতাড়ি হয়ে যাচ্ছে তবু না বলে পারলাম না আমার মতো পাঠকের কথাই মনে কিছু নেবেন না, আমি মোটামুটি আপনার আগের যতগুলো গল্প পড়েছি তার ভেতরে একটি কমন জিনিস লক্ষ্য করেছি । আপনার গল্পের নায়িকা ভরা পরিবার স্বামী সন্তান নিয়ে খুবই সুখী থাকে প্রথম দিকে তারপর যেকোনো কারনে হোক Extra marital affair হয়ে যায় তারপর দেখা যায় নিজের সংসার স্বামী সন্তান সব ছেড়ে ঐ প্রেমিকের হয় যায়। এমন গল্প পড়ে যে কেউ তত্ক্ষণাত্ খুব পরিমাণে উত্তেজিত হয়, লজ্জার কথা আমিও উত্তেজিত হইয়া যায়।
বাস্তবে জীবনের এমন ভুড়ি ভুঁড়ি ঘটনা আমাদের চার পাশে কতই ঘটছে, গল্পতো বাস্তব জীবন থেকেই উঠে আসে। কিন্তু কেউ কখনো ঐ সন্তানদের কথা বা এত বছরের ভালোবাসার সংসারের কথা একটু যৌনতার জন্য কিভাবে ভুলে যাই জানি না।
এখন যেটার জন্য এতো কথা বললাম আপনার কাছে আবেদন বলুন আর নিবেদন বলুন দয়া করে এই গল্পের নায়িকাকে কে গল্পের শেষে নতুন বাচ্চা নিয়ে সে যেন নিজ সংসারে ফেরত যেতে পারে সে ব্যবস্থা করবেন । এই আবেদন নিবেদন করার কারন আছে দেখুন গল্পের নায়িকার বয়স অলরেডি 44 ধরুন ও আর কত দিন যৌনতাতে অগ্রসর হবে ধরুন বেশির থেকে বেশি 10/12 বছর, নায়িকা এক ছেলে ছোট আর এক ছেলে কলেজ শেষ করবে সামনে এখন যদি এই 10/12 বছরের যৌনতার জন্যে পুরানো সংসারের মায়া ত্যাগ করে নতুন সংসার শুরু করে তা হলে তার বর্তমান দুই ছেলের কি হবে ভবিষ্যতে।
দাদা আপনার গল্প আপনি ঠিক করবেন কি করবেন তবুও নিজেকে আটকে রাখতে পারলাম না। দেখবেন ঘরের লক্ষ্মী যেন শেষে ঘরে ফেরত আসে নিজের এত বছরের বানানো সংসারে, সেই দিকে একটু দেখবেন দাদা।
বাস্তবে জীবনের এমন ভুড়ি ভুঁড়ি ঘটনা আমাদের চার পাশে কতই ঘটছে, গল্পতো বাস্তব জীবন থেকেই উঠে আসে। কিন্তু কেউ কখনো ঐ সন্তানদের কথা বা এত বছরের ভালোবাসার সংসারের কথা একটু যৌনতার জন্য কিভাবে ভুলে যাই জানি না।
এখন যেটার জন্য এতো কথা বললাম আপনার কাছে আবেদন বলুন আর নিবেদন বলুন দয়া করে এই গল্পের নায়িকাকে কে গল্পের শেষে নতুন বাচ্চা নিয়ে সে যেন নিজ সংসারে ফেরত যেতে পারে সে ব্যবস্থা করবেন । এই আবেদন নিবেদন করার কারন আছে দেখুন গল্পের নায়িকার বয়স অলরেডি 44 ধরুন ও আর কত দিন যৌনতাতে অগ্রসর হবে ধরুন বেশির থেকে বেশি 10/12 বছর, নায়িকা এক ছেলে ছোট আর এক ছেলে কলেজ শেষ করবে সামনে এখন যদি এই 10/12 বছরের যৌনতার জন্যে পুরানো সংসারের মায়া ত্যাগ করে নতুন সংসার শুরু করে তা হলে তার বর্তমান দুই ছেলের কি হবে ভবিষ্যতে।
দাদা আপনার গল্প আপনি ঠিক করবেন কি করবেন তবুও নিজেকে আটকে রাখতে পারলাম না। দেখবেন ঘরের লক্ষ্মী যেন শেষে ঘরে ফেরত আসে নিজের এত বছরের বানানো সংসারে, সেই দিকে একটু দেখবেন দাদা।
আমাকে আমার মত থাকতে দাও