15-08-2022, 09:50 PM
(15-08-2022, 05:48 PM)Ari rox Wrote: আনার পাগলার স্মরণে ২য় সিজন শুরু করিয়েন দাদা।।
আরেকজন ভাইয়ের সেইম প্রশ্নের উত্তরে এই কথাগুলো লিখেছিলাম... হুবহু কপি পেস্ট করে দিচ্ছি, আশা করি উত্তর পেয়ে যাবেন
একদিক দিয়ে চিন্তা করলে গল্পটা পারফেক্ট এন্ডিং পেয়েছে।
অন্যদিক দিয়ে চিন্তা করলে অনেক প্রশ্নের উত্তর এখনও অজানা রয়ে গেছে। বিশেষ করে এরপর গল্পকথক আর আফরোজার সাথে কি হয়েছে? আনারদেরই বা কি হয়েছে?
একদিক দিয়ে ভাবলে কিছু প্রশ্ন অজানা থাকলেই ভাল।
এই গল্পের সকল রহস্য বের হয়ে গেছে। তারপর যদি সিক্যুয়েল লিখিও তখন সেটা থ্রিলার বা রহস্য ক্যাটাগরির হওয়ার চান্স খুবই কম। সেটা ভেবে সিক্যুয়েল লেখার চিন্তাও করি না। কেননা এই গল্পের সাথে সিক্যুয়েলের তখন তুলনা হবে এবং সেই সিক্যুয়েল জীবনেও সবার এক্সপেকটেশন পূর্ণ করতে পারবে না।
তাই অন্তত এখন পর্যন্ত আনার পাগলার স্মরণে পারফেক্ট অবস্থায় আসে। কিন্তু ভবিষ্যতে যদি ভালো প্লট পেয়ে ফেলি, তখন হয়ত… ?