30-07-2022, 10:52 PM
(30-07-2022, 09:55 PM)Boti babu Wrote: এটা কেমন ধরনের ভালবাসা, ভালো কথা তুমি একজন কে পেতে চাও বলে আরেক জনের ভালোবাসাকে না করে দিলে। কিন্তু
ঐ ভালোবাসার মানুষটাই তোমাকে আরেক জনের কাছে দিয়ে দিচ্ছে বা বলতে পারো বিক্রি করে দিচ্ছে এটা বুঝি তুমি বুঝতে পারছো না, হ্যা এটা আবার কেমন কথা তাও মেনে নিলাম, কিন্তু প্রথম মাল খেতে চাইলো কোন আক্কেলে ওটা তো ওর আইনমত ওর বিয়ে বৌয়ের পাওয়ার কথা ।
কথায় কথায় শর্ত চাপিয়ে দেয় এটা আবার কিসের ভালোবাসা । একাধারে নিজের বিয়ে করা বৌ ছাড়া অন্য কাউকে কিছু করতে পারবে না আবার নিজে মাল খাওয়ার জন্য ওঠে পড়ে লেগেছে ধূস এটা কি চলছে।
দাদা গল্পের মাথা মুণ্ডু লেজ কিছুই বুঝতে পারছি না। আমি আপনার লেখার একজন সাধারণ ভক্ত তা কথাগুলো বললাম মনে কিছু নেবেন না।
কোন সমস্যা নাই। এই গল্পের শেষেও কিছু 'টুইস্ট' রাখার প্ল্যান আছে, সেই কারণে... বেশি না বলি। তবে এটা বলছি, যা হচ্ছে তার পিছনে কারণ যেমন আছে, তেমনি মানুষের মন বোঝার সাধ্য কার? তার উপর মেয়ে মানুষের!
আপনি খোলামেলা বলাতে আরও কিছু ভাবার পেয়েছি। তাই ধন্যবাদ জানাচ্ছি...