27-05-2022, 12:50 AM
(25-08-2020, 01:15 PM)Max87 Wrote: আপডেট ২:
আগের পার্টে পাঠক আর পাঠিকারা এটুকু বুঝেছেন, নাগেশ্বর তার ছেলের জন্য পুত্রবধূ খুঁজছে। কিন্তু সেই ঘটনায় যাবার আগে, নাগেশ্বরের ব্যাপারে একটু বিস্তারিত জানায়। নাগেশ্বরের পূর্বপুরুষ দেশ স্বাধীন হবার আগে বড় জমিদার ছিলেন। ইংরেজ আমলে রায়চৌধুরী খেতাবও পেয়েছিল। জমিদারী কোথায় ছিল, সেটা এখন আর কোনো মানে রাখে না। জমিদারী চলে যাবার পরে, নাগেশ্বরের দাদু, ব্যবসা শুরু করেন। জুটমিলের ব্যবসা থেকে হাতেখড়ি করেন। পরে নাগেশ্বরের বাবা সেই জুটমিলের ব্যবসায় আরো বাড়ায়। একটা কারখানা থেকে ৮ খানা কারখানায় নিয়ে যান। তবে নাগেশ্বর অন্য্ ধাতের। তিনি শুধু জুটের ব্যবসায় বাঁধা থাকতে চাননি। নিজের দমে আরো চার-পাঁচ রকমের ব্যবসা শুরু করেন। এককথায় বলা যায়, ছোটোখাটো বিজনেস টাইকুন হয়ে ওঠেন।
জমিদারী চলে যাবার পরে নাগেশ্বরের দাদু জমিদারীর বেশির ভাগ জমি বিক্রী করে ব্যবসা শুরু করেন। পুরো পরিবারকে নিয়ে কলকাতায় চলে যান। কিন্তু, বাঁকুড়া শহরের কাছের কিছু জমি বিক্রী করেন নি। নাগেশ্বর ওই জমির ওপরেই নিজের মতো করে এখন একটা বাংলো বানিয়ে থাকেন। কলকাতা শহরের ভিড় আর জমজমাট তার ভালো লাগে না। কারণ, নিজের স্ত্রী মারা যাবার পরে আর কলকাতায় থাকার কোনো ইচ্ছা আর ছিল না। নিজেকে একটু একা করে নিয়েছিলেন। তবে মাসে এক-দুবার কলকাতায় যান ব্যবসার কাজে। বাকি সব গ্রামে থেকেই পরিচালনা করেন। কলকাতার বাড়িতে শুধু দেবরাজ মানে তার ছেলে থাকে।
জমিদারী গেলেও, পরিবারের কিছু রীতিনীতি এখন আছে। তার একটা হলো, ছেলে হলে ২১ এর আগে আর মেয়ে হলে ১৬ র আগে বিয়ে দিতে হবে। নাগেশ্বরের বাবাও, রীতি মেনে নাগেশ্বরের বিয়ে ২১ এই দিয়ে দেন। সুন্দরী বৌয়ের সাথে ন বছর কাটিয়েছিলেন। ভালোবেসে ফেলেছিলেন খুব, নিজের স্ত্রীকে। তাই ক্যান্সারে স্ত্রী বিয়োগ হলে, মনের দুঃখে গ্রামের বাড়িতে চলে আসেন। প্রথমে ছেলের সাথে থাকলেও, পড়াশোনার জন্য কলকাতার বাড়িতেই রাখেন। সাথে দেখাশোনা করার জন্য চাকর-বাকরও।
কিছুটা আধুনিক মানসিকতার জন্য পরিবারের রীতি মেনে নিজের ছেলের বিয়ে ২১ এর আগে দিতে চাননি। তবে এখন দেবরাজ বছর ২৬ এর যুবক। এখন তাই চেষ্টা শুরু করেছেন। এর আগেও বেশ কয়েকটা মেয়ে দেখেছেন, কিন্তু নিজের চোখে ধরেনি আর ছেলের কাছ থেকেও তেমন কোন সারা পাননি। কিন্তু অনুপমাকে দেখে বেশ পছন্দ হয় তার। শুধু রূপের জন্য না, অনুপমার মধ্যে একটা স্বাধীনচেতা ভাব দেখেছেন। নিজের ছেলেকে তিনি যেটুকু চিনেছেন, তাতে এখনো মনে হয়, তার মধ্যে আত্মনির্ভরতা এখনো আসেনি। নিজের অবর্তমানে যাতে ব্যবসার হাল কেও ধরতে পারে, যে দেবরাজকে চালনা করতে পারবে সেই রকম একটা মেয়ে সে খুঁজছিল। অনুপমার মধ্যে সেই কিছু করার ভাবটা দেখেছেন। আর যাই হোক, ব্যবসাসূত্রে কম মানুষ তো ঘাটেননি।
এবার আসি, পাঠক/পাঠিকাদের আসল জানার জায়গায়। চরিত্রের দিক থেকে নাগেশ্বরকে চরিত্রহীন বলা যাবে কিনা সেটা আমি পাঠক/পাঠিকাদের হাতেই ছাড়লাম।
নিজে থেকে কামের তাড়নায় নারীসঙ্গ করে তিনি বেড়াননি। বরং স্ত্রী বিয়োগের পর প্রায় পাঁচ বছর কোনো নারীসঙ্গই তিনি করেননি। তবে, তার পুরুষালী দেহ আর ব্যক্তিত্বের আগুনে অনেক নারী পুড়তে চাইলে, নিজেকে দূরে বেশীদিন সরিয়ে রাখতে পারেননি। এর পিছনে জমিদারী রক্তও কিছুটা দায়ী। তাদের জমিদারিতে বিলাসিতার অভাব ছিল না। কিন্তু তাও অনেক ভেবে চিন্তেই সম্পর্কে জড়াতেন। যাকে তাকে বিছানায় তোলেননি। কিন্তু যে মহিলারা নাগেশ্বরের শয্যাসঙ্গী হয়েছে, তারা বারবার সুযোগ খুঁজেছে, কিন্তু নাগেশ্বর ২-৩ বারের বেশী কাওকে পাত্তা দেয়নি। শুধু দেহের জ্বালা মেটানোর জন্য সেক্স তার কোনোদিন পছন্দ হয়নি। কোথাও হলেও একটা পাপবোধ কাজ করতো। নিজের স্ত্রীকে ঠকানোর পাপ।
বিয়ে বাড়ির ঘটনার পরে একমাস পেরিয়ে গেছে। পরিমল কথা রেখেছে। নাগেশ্বরের সাথে অনুপমার বাবার পরিচয় করে দেয়। ফোনে এক রবিবার দেখে নাগেশ্বর অনুপমাদের বাড়ি যাবে, সেইরকম কথা ঠিক করে। কথামতো পরিমল আর নাগেশ্বর দুই বন্ধু অনুপমাদের বাড়িতে উপস্থিত হয়।
সেখানে নতুন করে অনুপমাকে দেখে নাগেশ্বর মুগ্ধ হলো। না কামের দিক থেকে নয়। মনে মনে খুশিও। এই মেয়ের রূপের সাথে আলাদা একটা তেজ আছে। কোনো কিছু জোর করে এই মেয়েকে দিয়ে করানো যাবে না, কিন্তু নিজে থেকে এই মেয়ে অনেক কিছু করতে পারে।
কথা প্রায় ওই দিনকেই পাকা করলেন, তাও অনুপমাকে ভাবার জন্য সময় দিলেন। নাগেশ্বর চাইছিলো অন্যের চাপে মেয়েটা সিদ্ধান্ত না নিক। নিজে ভালো করে ভেবে চিন্তেই তারপরে ঠিক করুক।
অনুপমা ভেবে জানালো সে সিদ্ধান্ত নেবার আগে একবার দেবরাজের সাথে দেখা করতে চাই। নাগেশ্বর খুশী হলো। এটাই চাইছিলো সে মনে মনে। এটাই তো বুদ্ধিমতীর মতো সিদ্ধান্ত। যার সাথে বাকি জীবনটা কাটাবে, তাকে তো যাচাই করে নিতে হবে। তবে মনে একটা শঙ্কাও ছিল। দেবরাজ লাজুক প্রকৃতির ছেলে। অনুপমার মতো মেয়ের পছন্দ হবে তো আদেও। নিজের ছেলের উপর কোনো জোর করলো না। সব কিছুই ভবিতব্যের হাতে ছেড়ে দিলো।
তবে নাগেশ্বরের আশঙ্কা সত্যি হলো না। অনুপমা দেখা করে দেবরাজের সাথে কথা বলে বিয়ের জন্য মত দিলো। ঠিক হলো ডিসেম্বরের প্রথম সপ্তাহেই বিয়ে হবে। অতঃকিম শুভস্য শীঘ্রম। নিজের একমাত্র ছেলের বিয়েতে কার্পণ্য কিছু করেনি নাগেশ্বর। বিয়ে বাদে ছেলের বাড়ির সব অনুঠান সে গ্রামের বাড়ি থেকেই করেছিল। বৌভাত তারপরে রিসেপশন পার্টি , বেশ জাঁকজমক করে করলো। কিন্তু বিপত্তি হলো রিসেপশনের রাতে, মানে ফুলশয্যার রাতে। আর সেখান থেকেই এই গল্পের শুরু।