রবি (৩০ বছর)
রবির মা মারা যায় রবি যখন খুব অল্প বয়সে তখন। আর রবির বাবা খুব রাগী মানুষ ছিলেন। সব সময় রবিকে শাসনের উপর রাখতেন। একটু এদিক সেদিক হলেই পড়তো কড়া শাসন। তাই রবি একটু চুপচাপ স্বভাবের। সহজে কারো সাথে মিশে না। একা থাকতে পছন্দ করে।
তবে রবি খুব মনোযোগী ছাত্র। সব সময় পড়াশোনার মধ্যে থাকে। এতে করে বাবার রাডারে ক ম পড়ে। প্রচন্ড ভালো ছাত্র সে। রেকর্ড মার্ক পেয়ে পাশ করে সে। চুপচাপ স্বভাবের বলে কেউ তার প্রেমে পড়েনি। সবাই আতেল ভাবতো তাকে।
ভালো রেজাল্ট করার ফলে তার ভালো একটা চাকরি হয়। বেশ ভালো বেতন। সব কিছু স্বাভাবিক ভাবে চলছে।
বাবার শাসন নেই। চাকরি নিয়ে সে বেশ আছে। তখন তার অফিসে পরিচয় হয় মধুর সাথে। এতে অবশ্য রবির অবদান শূন্য। সব মধ্যে ধুর অবদান। চুপচাপ ছিল বলে কোন মেয়ে তার প্রেমে পড়েনি। শেষে কিনা এই চুপচাপ স্বভাবের জন্যে মধু কিনা রবির প্রেমে পড়লো।
তাদের এই প্রেমে রবির বাবা রাজি ছিলো না। তিনি বিরোধিতা করেছেন। কিন্তু মধুতো এত সহজে মেনে নিবেনা। সবার বিরোধিতা উপেক্ষা করে সে বিয়ে করল রবিকে।
রবির ইনোসেন্স সে উপেক্ষা করতে পারেনি। একটা বাচ্চা যেন বাস করে রবির মধ্যে। এইরকম একটা মানুষকে ভালো না বেসে উপায় আছে?
রবির মা মারা যায় রবি যখন খুব অল্প বয়সে তখন। আর রবির বাবা খুব রাগী মানুষ ছিলেন। সব সময় রবিকে শাসনের উপর রাখতেন। একটু এদিক সেদিক হলেই পড়তো কড়া শাসন। তাই রবি একটু চুপচাপ স্বভাবের। সহজে কারো সাথে মিশে না। একা থাকতে পছন্দ করে।
তবে রবি খুব মনোযোগী ছাত্র। সব সময় পড়াশোনার মধ্যে থাকে। এতে করে বাবার রাডারে ক ম পড়ে। প্রচন্ড ভালো ছাত্র সে। রেকর্ড মার্ক পেয়ে পাশ করে সে। চুপচাপ স্বভাবের বলে কেউ তার প্রেমে পড়েনি। সবাই আতেল ভাবতো তাকে।
ভালো রেজাল্ট করার ফলে তার ভালো একটা চাকরি হয়। বেশ ভালো বেতন। সব কিছু স্বাভাবিক ভাবে চলছে।
বাবার শাসন নেই। চাকরি নিয়ে সে বেশ আছে। তখন তার অফিসে পরিচয় হয় মধুর সাথে। এতে অবশ্য রবির অবদান শূন্য। সব মধ্যে ধুর অবদান। চুপচাপ ছিল বলে কোন মেয়ে তার প্রেমে পড়েনি। শেষে কিনা এই চুপচাপ স্বভাবের জন্যে মধু কিনা রবির প্রেমে পড়লো।
তাদের এই প্রেমে রবির বাবা রাজি ছিলো না। তিনি বিরোধিতা করেছেন। কিন্তু মধুতো এত সহজে মেনে নিবেনা। সবার বিরোধিতা উপেক্ষা করে সে বিয়ে করল রবিকে।
রবির ইনোসেন্স সে উপেক্ষা করতে পারেনি। একটা বাচ্চা যেন বাস করে রবির মধ্যে। এইরকম একটা মানুষকে ভালো না বেসে উপায় আছে?