05-04-2022, 07:34 PM
(05-04-2022, 05:21 PM)kumdev Wrote: অন্যের কথা বলতে পারবো না।আমি গল্প শুরু করি তারপর গল্প আমাকে টেনে নিয়ে যায় শেষ করা না করা আমার হাতে থাকে না।লেখক সুনীল গঙ্গোপাধ্যায়ের একটি চরিত্র মৃত্যুমুখে পতিত।বহু পাঠক লেখককে অনুরোধ করেছিল ওকে মারবেন না।লেখক বলেছেন ঐ চরিত্রের জন্য তার চোখেও জল এসে গেছে কিন্তু লেখকের ক্ষমতা ণেই তাকে বাচিয়ে রাখে।চরিত্রের মৃত্যু হয়েছিল।
এই কথার উপর আর কোনো কথা হয় না ।
মনা - বেলি সুখে সংসার করুক।
পুঁটি মাসী মনাকে দিয়ে প্রতিজ্ঞা করিয়ে নিক যে কলকাতায় কাজে এলেই যেন বেলিকে তার কাছে ছেড়ে যায় আর কাজ শেষে যাবার সময় নিয়ে যায় ।
বঙ্কিমচন্দ্রের উপন্যাসে দেখেছি, সব শেষে উপসংহার পর্বে, উনি, যে কথাগুলো আগে বিস্তারিত বলা হয় নি সেগুলো কয়েকটি বাক্যে বলেছেন ।
উপন্যাসটি পড়ার সূত্রে কয়েক জন নিয়মিত পাঠককে নামে চিনলাম ।
সবাই ভালো থাকুন ।