05-04-2022, 05:21 PM
(05-04-2022, 02:58 PM)buddy12 Wrote: গল্প কখন শেষ হবে সে সিদ্ধান্ত একান্তই লেখকের।
তবে মনা - বেলির সাথে বঙ্কিম, দীলিপ দেরও আমরা
ভালো বেসে ফেলেছি।
এটুকুই শুধু বলতে পারি যে মেগা সিরিয়াল এর মতো
গল্পে একঘেয়েমি এখনও আসেনি।
ভালো থাকুন, সুস্থ থাকুন - ঈশ্বরের কাছে এই প্রার্থনা করি।
অন্যের কথা বলতে পারবো না।আমি গল্প শুরু করি তারপর গল্প আমাকে টেনে নিয়ে যায় শেষ করা না করা আমার হাতে থাকে না।লেখক সুনীল গঙ্গোপাধ্যায়ের একটি চরিত্র মৃত্যুমুখে পতিত।বহু পাঠক লেখককে অনুরোধ করেছিল ওকে মারবেন না।লেখক বলেছেন ঐ চরিত্রের জন্য তার চোখেও জল এসে গেছে কিন্তু লেখকের ক্ষমতা ণেই তাকে বাচিয়ে রাখে।চরিত্রের মৃত্যু হয়েছিল।