05-04-2022, 02:58 PM
(05-04-2022, 12:47 PM)kumdev Wrote: প্রতিবারই ভাবি এই পর্বে কাহিনী শেষ করবো কিন্তু হয়ে ওঠে না।পরের পর্বে শেষ করে নতুন কাহিনী শুরু করব।যারা কাহিনীটি ধৈর্য ধরে পড়ে নিন্দা অথবা প্রশংসা করেছেন তাদের জানাই আন্তরিক ধন্যবাদ।মাটির রস নিয়ে বাচে গাছ পাঠকের ছত্রচ্ছায়ায় বেচে থাকে একজন লেখক।সবাই ভালো থাকবেন।
গল্প কখন শেষ হবে সে সিদ্ধান্ত একান্তই লেখকের।
তবে মনা - বেলির সাথে বঙ্কিম, দীলিপ দেরও আমরা
ভালো বেসে ফেলেছি।
এটুকুই শুধু বলতে পারি যে মেগা সিরিয়াল এর মতো
গল্পে একঘেয়েমি এখনও আসেনি।
ভালো থাকুন, সুস্থ থাকুন - ঈশ্বরের কাছে এই প্রার্থনা করি।