27-03-2022, 10:25 PM
(27-03-2022, 09:35 PM)buddy12 Wrote:
মনে হয় বেলি সন্দেহ করলেও কিছু বলবে না।
বেলি জানে, ছাড়া ষাঁড় অন্যের ক্ষেতে মুখ
দিতেই পারে।
সুন্দর বললেন। আসলে কি দাদা গল্পের এমন একটা পর্যায়ে এসে (শেষের দিকে) এমন নেগেটিভ কিছু পাঠক একেবারেই মেনে নিতে পারবেনা। গল্প তো গল্পই কিন্তু তারপরেও পাঠকের মনের পর্দায় তো সেসব সত্যি আকারে ফুটে উঠে আর তাইতো দেবদাস পার্বতী কিংবা লাইলী মজনুর করুন পরিণতি দেখে পাঠক অশ্রু বিসর্জন করে নীরবে................