Thread Rating:
  • 97 Vote(s) - 3.41 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
Romance ছাইচাপা আগুন ।।কামদেব
।।১১৩।।



বিয়ে শুরু হয়ে গেছে।বিজনবাবু বসেছেন কন্যা সম্প্রদায়ের জন্য।এক্টু বিষণ্ণ লাগছে তাকে।সম্ভবত মেয়ে চলে যাবে এই ভাবনা তার মাথায়।পুরোহিত মশায়ের সঙ্গে সঙ্গে মন্ত্রোচ্চারণ করছেন।বাইরে একে একে তিনটে গাড়ী এসে দাড়ালো।প্রথম গাড়ী থেকে পূর্ণেন্দু নামতেই এগিয়ে গেলেন অশোক সেন জিজ্ঞেস করলেন,পথে কোনো অসুবিধে হয়নি তো?
ভদ্রলোকের সঙ্গে আগে আলাপ হয়েছে উনি মেয়ের মেশোমশায় পূর্ণেন্দু বলল,এক্টু জিজ্ঞেস করতে হয়েছে।
--রাতে সবাই থাকবেন তো?অশোক সেন গণনা করলেন ছেলে মেয়ে মিলিয়ে আঠারো জন।
--আমি চলে যাবো।অফিসে জরুরী কাজ আছে।আচ্ছা ট্রেন কটা অবধি চলে?
--আপনি সিথি যাবেন তো?কোনো চিন্তা করবেন না পৌছে দেবার ব্যবস্থা করব।
ওরা এগোতে থাকে।শুভ হা-করে বাড়ীর দিকে তাকিয়ে বলল,মনে হচ্ছে মালদার পার্টি।
--আগেকার জমিদার বাড়ীর মত।চাদু বলল পাশ থেকে।
--একটাই ঝামেলা অনেক দূর।
বিয়ের মণ্ডপে ঢূকে বঙ্কিম অবাক সেই মহিলা না,বলেছিল ওয়াইফ।শঙ্কর ফিস ফিস করে একজন মহিলাকে দেখাতে বঙ্কিম দেখল মুটকি পাকড়াশী ম্যাডাম।মনা কি একেও নেমন্তন্ন করেছে?এক সময় ওনার মেয়েকে পড়াতো করতেও পারে।ঢোকবার মুখে ছোট মঞ্চে বসেছে রওশন চৌকি।ইমন রাগে বাজছে সানাই।সুরটা শুনে আন্দোলিত হয় মন।কল্পনাকে খোজে বঙ্কিম।শিউলির হাত ধরে আছেন সর্বানী দেবী।এলিনা দেখতে পেয়ে এগিয়ে গিয়ে বলল,আসুন বৌদি।
সর্বানীদেবী কনে সাজে মেয়েকে দেখে বললেন,বাঃ সুন্দর হয়েছে বউ।
--মনার সঙ্গে মানাবে।এলিনা বলল।
অন্য মনস্কতার সুযোগ নিয়ে শিউলি হাত ছাড়িয়ে শুভর কাছে চলে গেল।শিউলিকে নিয়ে শুভ ভীড়ে হারিয়ে গেল।শিউলি বলল,মা বলছিল বউ সুন্দর হয়েছে।
--মেক আপ করলে তোমাকেও সুন্দর লাগবে।
শুভর কথাটা শিউলির ভাল লাগে।সর্বানীদেবী দেখেও না দেখার ভান করেন।আজ হোক কাল বিয়ে তো দিতেই হবে।তবে কিনা আশিসের মত কোনো কাণ্ড করে না বসে।কি কেলেঙ্কারী বিয়ের আগেই--ছি-ছি।
উশতি পাকড়াশি মুগ্ধ দৃষ্টিতে মনসিজকে দেখছেন।সুপুরুষ চেহারা বিয়ে হয়ে যাচ্ছে।পিছন থেকে অশোক সেন ডাকলেন,মিস পাড়াশী।
ফিরে তাকাতে অশোক সেন বললেন,আপনার গাড়ীতে একজনের লিফট হবে?
--মেল না ফিমেল?
--মেল আপনি চিনবেন হয়তো আপনার ওদিকেই থাকে।
--ঠিক আছে এত রাতে একা একজন পুরুষ সঙ্গী থাকলে ভালই।আমি কিন্তু বেশি দেরী করব না।অশোক সেন আশ্বস্থ হয়ে চলে গেলেন।
বিয়ে শেষ মেয়ে জামাইকে উপরে নিয়ে যাবেন আশালতা।বেচারীরা সারাদিন কিছু খায়নি।ছেলেটার মুখ শুকিয়ে গেছে।ক্যাটারের লোক এসেছে ডাইনিং হল ফাকা সবাইকে যাবার জন্য বলতে।প্রজ্ঞা ফিস্ফিসিয়ে বলল,তোকে একটা চেন দিয়েছে না?
--আমি চেন পরিনা বৌদির কাছে দিয়েছি।
--এক্ষুনি চেনটা আমার গলায় পরিয়ে দিবি।
ভারী মুশকিল এখন বৌদিকে কোথায় পাবে।ইশারা করে বঙ্কাকে ডেকে বলল,এলিনা বৌদিকে বলতো যে চেনটা রাখতে দিয়েছিলাম দিতে।বৌদির কাছ থেকে চেনটা এনে মনসিজের হাতে দিতে প্রজ্ঞার হাতে দিতে গেলে বলল,পরিয়ে দে।
এদিক-ওদিক তাকিয়ে মনসিজ বলল,দিচ্ছি।
আশালতা মেয়ে জামাইকে উপরে নিয়ে যেতে গেলে প্রজ্ঞা বলল,সবাই একসঙ্গে বসিনা?
--যা বোঝোনা কথা বোলনা।তোমার ইচ্ছে হয় তুমি যাও।ওকে আজ আমি খাওয়াবো। আশালতা বললেন। 
একটু বেশী বাড়াবাড়ি করছে মা। মস্তানের আসল পরিচয়টা বলে দিলে আদিখ্যেতা থাকবে না।মস্তানের সঙ্গে গাটছড়া বাধা না থাকলে একাই চলে যেতো।
--বড়দিভাই একটা দিন সবার সঙ্গেই বসুক না।চারুলতা বললেন।
--রাস্তা দিয়ে নতুন বউ হেটে যাবে?
--দুটো বাড়ীর পরই তো ডাইনিং হল।এখন রাস্তায় বাইরের লোক কোথায়।
--সবাই মিলে বসার এত সখ তাহলে চলো। 
 এক ফাকে মনসিজ চেনটা প্রজ্ঞার গলায় পরিয়ে দিল।চারুলতা দেখে বলল,একী সোনা মনে হচ্ছে?
--একজন ওকে দিয়েছে ও চেন পরা পছন্দ করেনা।প্রজ্ঞা বলল।
আশালতার মুখে হাসি ফোটে বেলি মনে হচ্ছে আস্তে আস্তে মানিয়ে নিচ্ছে।
সবাই বেরিয়ে ডাইনিং হলে চলে গেছে।রাস্তায় লোকজন ণেই বললেই চলে।দুই বোন মেয়ে জামাই নিয়ে ডাইনিং হলে গেল। মনসিজ বলল,আমি ওদের সঙ্গে একটু দেখা করে আসি?
--বেশি দেরী করবি না।মনসিজ বন্ধুদের দিকে এগিয়ে গেল।
--প্রজ্ঞা এদিকে আয়।
পারুলের পাশে বেশ কয়েকটা জায়গা ফাকা।প্রজ্ঞা এগিয়ে গিয়ে বলল,এখানে কাদের জায়গা রেখেছিস?
--তুই বোস তো।প্রজ্ঞা বসতে পারুল ইশারা করে রহস্যময় হেসে দেখাল দীক্ষা দূরে একটা ছেলের সঙ্গে কথা বলছে।ছেলেটা মনে হচ্ছে বরযাত্রীর দলের।
দীক্ষা ফোনে নম্বরটা সেভ করতে শঙ্কর বলল,লিখুন শঙ্কর ঘোষাল।
--ঘোষাল কি ',?
--আমি ওসব জাত-ফাত মানি না।
--আমার বাড়ীতে কিন্তু দেখাশুনা চলছে।
--পরে ফোনে ডিটেলসে  কথা হবে।শঙ্কর বলল। 
--আজ রাতে থাকছেন তো?
--শুনলাম বাসর জাগা হবে।
--আপনাকে একটা সারপ্রাইজ দেব আজ।
পারুল একটু ঘেষে বলল,শোন প্রজ্ঞা তুই বন্ধু তাই বলছি।বাধা দিতে যাস না, প্রথম প্রথম একটু ভয় লাগবে পরে খুব মজা পাবি।
--তুই খুব মজা পাস?
--তুই আমার সঙ্গে ইয়ার্কি করচিস?ঠিক আছে যা বললাম মিলিয়ে নিস। 
মনসিজকে দেখে চাদু বলল,এইতো বর এসে গেছে।
মনসিজ জিজ্ঞেস করে,আশিসদা কোনো অসুবিধে হয়নি তো?
--বেশ মালদার পার্টি মনে হচ্ছে।
--বাড়ীটা দেখেছিস যেন শালা জমিদারবাড়ী।শঙ্কর বলল।
--শুনেছি ওদের একসময় নেত্রকোনায় জমিদারী ছিল।মনসিজ বলল।এলিনার কাছে গিয়ে বলল,বৌদি তুমি এক্টূ দেখো।
--তোর গলার চেনটা কোথায়?
--আমি ঐসব চেন-টেন পরি না,গয়না মেয়েদের অলঙ্কার।
--ভজা তো তোকেই দিয়েছে।
--ওকে দিয়ে দিলাম।খুব খুশী হয়েছে।
--শোন মনা বেশি আশকারা দিবি না--।
--কি যে বলো না বৌদ আশকারা দেব আমাকে এত বোকা ভাবো।
বঙ্কিম বলল,হেভি খাওয়া-দাওয়া।
--এখনো দিল না কিকরে বুঝলি?
--আমি একবার ডাইনিং হলে ঢূ মেরে গেছি--এলাহি ব্যবস্থা।
দীক্ষা ফিরে আসতে পারুল জিজ্ঞেস করল,কি বলছিল?
দীক্ষা বসতে বসতে বলল,ফোন নম্বর চাইছিল--।
--তুই ফোন নম্বর দিয়ে দিলি?
--তোর মাথা খারাপ,চাইলেই দিয়ে দেব।
মনসিজ ফিরে আসতে প্রজ্ঞা ইশারায় তার ডানদিকে বসতে বলল।বেলি পাশে বন্ধুরা তার দিকে চেয়ে আছে।চেয়ার সরিয়ে মনসিজ  পাশে বসতেই প্রজ্ঞা নীচু গলায় জিজ্ঞেস করল,কি বলছিল?
--তোমার খুব প্রশংসা করছিল।
--ভেবেছিস বিয়েবাড়ী কিছু বলব না?
দীক্ষা জিজ্ঞেস করল,আপনার বন্ধু শঙ্কর কি করে?
মনসিজ আচমকা প্রশ্নে অবাক হয়ে বলল,কে শঙ্কর?
--শঙ্কর ঘোষাল আপনার বন্ধু।
--ও শঙ্কর।ও একটা বেসরকারী ফার্মে চাকরি করে শুনেছি।ওকে চেনেন?
--দীক্ষা ভাল গান গায়।প্রজ্ঞা বলল।আজ ও গান গাইবে।
ক্যাটারার পরিবেশন শুরু করে দিয়েছে।সবাইকে জলের বোতল দিয়ে গেল।মনসিজ বোতল খুলে জল খেতে গেলে প্রজ্ঞা বলল,জল খেতে হবে না।
মনসিজ জলের বোতল নামিয়ে রাখল।ক্যাটারার যাই দিতে আসে প্রজ্ঞা নিজেও নেয়না তাকেও নিতে দেয় না।খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে।ক্ষিধেতে পেটে ছুচোর দৌড়াদৌড়ি শুরু নিজে নিচ্ছে না তাকেও নিতে দিচ্ছে না।মতলবটা কি বুঝতে পারে না মনসিজ।  চিকেন মাটন দু-রকমের ব্যবস্থা আছে।প্রজ্ঞা কেবল ভাত আর মাটন নিয়ে বলল,এবার শুরু করো।
বেলি তাকে তুমি-তুমি বলছে মনসিজ খেয়াল করেছে।প্রজ্ঞা জিজ্ঞেস কর,ভাত মেখে দেব?
--না না আমিই মাখছি।মনসিজ দ্রুত  ভাত মাখতে থাকে।
পাশে বসা বন্ধুরা দেখে বেশ মজা পায়।শুরু থেকেই প্রজ্ঞা খবরদারী আরম্ভ করেছে।খাওয়া দাওয়া শেষ হল।গরম জলে হাত ধুয়ে ন্যাপকিন পেপারে মুখ মুছতে থকে।প্রজ্ঞা জিজ্ঞেস করল,পেট ভরেছে?
আইসক্রিমটাও খেতে দেয়নি মনসিজ বলল,হুউম।
--কিভাবে বাচ্চাদের মত খাও,নাকেও লেগে আছে।প্রজ্ঞা ন্যাপকিন পেপার দিয়ে নাক মুছতে মুছতে বলল,সারাদিন উপোস করে হাপুস হুপুস খাওয়া ঠিক নয়।খাওয়ার সময় পড়ে আছে।
বেলির কত দিকে নজর।মনসিজের চোখ ঝাপসা হয়।আশালতা দূর থেকে সব খেয়াল করছিলেন।মনে হয় বেলির মনে আর কোনো ক্ষোভ নেই ভেবে স্বস্তি বোধ করেন। 
বাইরে মিস পাকড়াশি গাড়ীতে বসে আছেন।কিছুক্ষন পর অশোক সেন পূর্ণেন্দুকে নিয়ে গাড়ীতে তুলতে গেলে মিস পাকড়াশি সামনের দরজা খুলে দিলেন।সামনে মহিলার পাশে বসতে হবে ভেবে একটু ইতস্তত করে পূর্ণেন্দু।মিস পাকড়াশী বললেন,আপনি তাতাই?আলাপ না থাকলেও চিনি,আসুন।
পূর্ণেন্দু ভিতরে বসতে মিস পাকড়াশী জিজ্ঞেস করেন,আপনাদের গাড়ী আছে না?
--আমার স্ত্রী চালায়।ও রাতে থাকবে।
মিস পাকড়াশী জানলা দিয়ে হাত বের করে বললেন,গুড নাইট।
অশোক সেন হাত নাড়লেন।
Like Reply


Messages In This Thread
RE: ছাইচাপা আগুন ।।কামদেব - by kumdev - 25-03-2022, 03:35 PM



Users browsing this thread: 40 Guest(s)