15-03-2022, 09:08 AM
(14-03-2022, 10:38 PM)kumdev Wrote: এতদিন ধৈর্য ধরে যারা লেখাটা পড়েছেন সকলকে আন্তরিক ধন্যবাদ।আপনাদের ধৈর্য প্রশংসনীয় আর এক কিম্বা দুই পর্বে কাহিনী ইতি ঘটতে চলেছে।সবাই ভাল থাকুন।
ঠিক বুঝতে পারছি না কি বলবো, একটা কিছু শুরু হলে সেটা শেষ তো করতে হবে, স্বাভাবিক। বাংলা সেকশন যখন অনেকটাই ঝিমিয়ে পরেছিলো লেখকের অভাবে বা ভালো কোনো গল্পের অভাবে তখন কামদেব দাদা আপনি ফিরে এসে এই গল্পটা পোস্ট করার মাধ্যমে বাঙালি পাঠকদেরকে অনেকটাই এই সাইট মুখী করতে সক্ষম হয়েছিলেন, তাদের মনে হয়তোবা ক্ষীণ আশা ছিল যে গল্পটা অচিরেই শেষ হয়ে যাবেনা বা আরো কিছুদূর যাবে মন আর বেলির নতুন জীবন। তবে লেখকের সিদ্ধান্তই মুখ্য এখানে যে তার গল্পটা কোন পথে কখন সমাপ্ত হবে।